Punjab FC: হায়দরাবাদকে পরাজিত করে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুললেন ডিলমপেরিস

গত বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসি‌ (Punjab FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। পূর্ণ…

Panagiotis Dilmperis Reacts After Punjab FC’s Victory Over Hyderabad FC in ISL

short-samachar

গত বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসি‌ (Punjab FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে পুলগা ভিদালদের দল। প্রথমদিকে অ্যালেক্স সাজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পাঞ্জাব। তবে পরবর্তীতে দলের হয়ে গোল করেন কোচের অন্যতম ভরসাযোগ্য তারকা লুকা মাজসেন। এছাড়াও একটি গোল করেন শামি সিঙ্গামায়ুম। বলাবাহুল্য, এই ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এদিন গোল করে যান সিঙ্গামায়ুম।

   

তারকা ফুটবলার আজমির সুলজিকের বিকল্প হিসেবে এদিন মাঠে এসেছিলেন এই তারকা। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় ১৭ বছরের এই ফুটবলারের পা থেকে চলে আসে গোল। সেই নিয়ে যথেষ্ট খুশি দলের সকল ফুটবলাররা। ম্যাচ শেষে দলের জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেই নিয়ে ও যথেষ্ট খুশি থাকতে দেখা যায় কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসকে। তিনি বলেন, ” আমি মনে করি এটি ক্লাবের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সেইসাথে ভারতীয় ফুটবলের জন্য ও ঐতিহাসিক মুহূর্ত বলবো। দলের তরুণ ফুটবলাররা যেভাবে খেলছে সেটা সত্যিই আনন্দের বিষয়। একাডেমি থেকে এসে তাঁরা যেভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সত্যিই প্রশংসনীয়।”

এছাড়াও ক্লাবের প্রসঙ্গে আর ও বলেন, ” আমাদের ক্লাবের জন্য ও আমি সত্যিই গর্বিত। কারণ আমার ক্লাব পাঁচ বছর আগে সারা ভারত থেকে তরুণ খেলোয়াড়দের নিয়ে এসে প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভালো কোচ রয়েছেন। আমি মনে করি আজ আমাদের সকলের উদযাপন করা উচিত। এছাড়াও আমি সামির সাথে কথা বলতে চাই। ম্যাচের সেই মুহূর্তে আমাদের এমন একজনের প্রয়োজন ছিল যে প্রতিপক্ষের আন্দ্রে আলবাকে চিহ্নিত করতে পারবে। সে এটা করতে সক্ষম হয়েছে। আমি তাঁর উপর বিশ্বাস রাখতে পারি।”

আগামী ১০ ই মার্চ কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে পাঞ্জাব এফসি। এখন এই ম্যাচ জিতে আইএসএল অভিযান শেষ করার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের।‌