Champions Trophy: চুক্তি হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানে না-ও হতে পারে

২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল হৈচৈ হয়েছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাতে রাজি ছিল না,…

Pakistan Champions Trophy

২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল হৈচৈ হয়েছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাতে রাজি ছিল না, যার পরে টুর্নামেন্টের মাত্র কয়েকটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এরপর থেকেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) নিয়ে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল, কারণ এটিও পাকিস্তানে আয়োজন করার কথা রয়েছে। এখনও প্রশ্ন রয়ে গেছে যে টিম ইন্ডিয়া কি এর জন্য পাকিস্তান যাবে? তা না হলে পাকিস্তান কি টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব হারাবে?

আরও পড়ুন: IND VS SA: সূর্যকুমারের সেঞ্চুরির দিনেই ভারতের জন্য খারাপ খবর

এবার এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে বড় খবর এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ও আইসিসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়, দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে বোর্ড সভাপতি জাকা আশরাফ ও আইসিসির জেনারেল কাউন্সেল জোনাথন হলের মধ্যে ‘হোস্টিং রাইটস এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার এখন আইনগতভাবে পাকিস্তান বোর্ডকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Rohit Sharma: এবার জাতীয় দলের অধিনায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হবে রোহিতকে!

এই চুক্তি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তান এখন ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আয়োজক হবে। পিসিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে বলা হয়েছে টুর্নামেন্টে আগত বিদেশি দলগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে। এতে আরও বলা হয়, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক টুর্নামেন্ট আয়োজনে সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই চুক্তির ফলে এখন বড় প্রশ্ন উঠেছে- ভারতীয় দলও কি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে? এই মুহূর্তে এর উত্তর আশা করা যাচ্ছে না। এতে মনে করা হচ্ছে পাকিস্তান সম্পর্কে ভারত সরকারের নীতিতে যদি কোনও পরিবর্তন না আসে, তবে ভারত পাকিস্তানে হয়তো দল পাঠাবে না।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’

তাহলে কি ভারতীয় দল এই টুর্নামেন্টে অংশ নেবে না? নাকি ভারতের বিরোধিতার কারণে আয়োজক স্বত্ব হারাবে পাকিস্তান? পিসিবি ও আইসিসির মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার অর্থ হচ্ছে টুর্নামেন্টটি পাকিস্তানই আয়োজন করবে। তবে তার মানে এই নয় যে টুর্নামেন্টটি পাকিস্তানেই আয়োজন করতে হবে।

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা? 

ভারতের বিরোধিতা হলে টুর্নামেন্টটি অন্য যে কোনো দেশে আয়োজন করা যাবে, শুধুমাত্র হোস্টিং রাইটস এবং এর থেকে প্রাপ্ত আয়ের মধ্যে পিসিবির অংশ বহাল থাকবে। এটি ২০২৩ সালের এশিয়া কাপের অনুরূপ কিছু হতে পারে, যেখানে কিছু ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল। টিম ইন্ডিয়ার ম্যাচ এবং ফাইনাল সহ অন্যান্য সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল।