IPL: স্ত্রীর হাত ধরে ‘IPL’-এর পথে পাকিস্তানী বোলার, ফার্স্ট চয়েজ ‘RCB’

পাকিস্তানের পেস বোলার মহম্মদ আমির (Mohammad Amir) আইপিএল (IPL) খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলে খেলার সুযোগ নেই, তবে আমিরের আশার আলো দেখা যাচ্ছে আগামী বছর। তাঁর স্ত্রী নারজিস ব্রিটেনের নাগরিক, আর আমির আশা করছেন, আগামী বছর তিনি নিজেও ব্রিটেনের নাগরিকত্ব পাবেন। এমন হলে আইপিএলে খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

এ বিষয়ে আমির বলেন, “আগামী বছর আমার সুযোগ তৈরি হবে আইপিএল খেলার। যদি সুযোগ পাই, তবে কেন খেলব না! আমি আইপিএল খেলতে চাই। আশা ছাড়ছি না।” তিনি আরও যোগ করেন, “আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ হলেও, আমাদের প্রাক্তন ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়ে এবং কোচ হয়ে আছেন। আমিও সেই পথ অনুসরণ করতে চাই।”

   

ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩২ বছর বয়সী আমির এখন আইপিএল খেলতে চান ব্রিটিশ নাগরিক হিসেবে। তবে এই সিদ্ধান্তে তিনি নিজের দেশের সমালোচনার মুখে পড়তে পারেন, তবে এতে তিনি চিন্তিত নন। এর আগে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন এবং রামিজ রাজা ধারাভাষ্য দিয়েছেন। আজহার মেহমুদও ২০১২ সালে আইপিএল খেলেছিলেন ব্রিটিশ নাগরিক হিসেবে।

আইপিএলে খেলার সুযোগ পেলে কোন দলের হয়ে খেলবেন, সেই প্রশ্নে আমির জানান, “বিরাট কোহলির খেলা আমি খুব পছন্দ করি। তার ব্যাটিংয়ের ভক্ত আমি। বিরাট আমাকে একবার ব্যাট উপহার দিয়েছিল। তাই, যদি সুযোগ পাই, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে খুব ভাল লাগবে।”

এভাবে আমিরের আইপিএলে খেলার স্বপ্ন আর একটি নতুন দিক পেতে যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন