অনেক দিন আগেই সরে গিয়েছেন পাকিস্তানের (Pakistan) জাতীয় দলের অধিনায়কের পদ থেকে। এবার নিজের ছেলেকেও সরিয়ে নিতে চাইছেন ক্রিকেট মাঠ থেকে। ‘চাই না আমার ছেলেও ক্রিকেট খেলুক’, বলেছেন সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmad)।
২০১৯ সালে পাকিস্তান অধিনায়কের দায়িত্বে ছেড়েছিলেন সরফরাজ আহমেদ। তাঁর ছেলে ছোটো থেকেই আবদুল্লাহ সরফরাজ ক্রিকেট খেলতে ভালবাসে। এবং আগামী দিনে বাইশ গজে কেরিয়ার গড়ার ইচ্ছা রয়েছে।
২০০৭ সালে পাকিস্তানের জাতীয় দলে সরফরাজের অভিষেক হয়েছিল। তবে ধারাবাহিকভাবে দলে জায়গা হয়নি তাঁর। ২০১৪ থেকে ভাগ্য কিছুটা বদলায়। ২০১৭ সালে অধিনায়ক হিসেবে তিনি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর আমলে প্রায় দুই বছর আন্তর্জাতিক টি২০ ক্রম তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছিল পাকিস্তান। তবুও সরফরাজকে কেন্দ্র করে সমালোচনা কখনও থামেনি।
বাবা হিসেবে সরফরাজ চাইছেন না ছেলেকেও পড়তে হোক মানসিক চাপের মধ্যে। ‘আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ওর সঙ্গেও তেমন কিছু হোক সেটা চাই না। এটা মানুষের চরিত্র। কাছের কোনো মানুষ তাড়াতাড়ি উন্নতি করুন এটাই আমরা চাই।’