শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। দেখা যায় তাতে নেই চেতশ্বর পূজারা এবং উমেশ যাদবের নাম। সম্ভবত টেস্ট বিশ্বকাপে ভালো না খেলার জন্যই এমন পদক্ষেপ বিসিসিআইয়ের। যাচ্ছেন না শামিও, বিশ্রাম নেবেন তিনি। রোহিত শর্মা দলের অধিনায়ক, এবং অজিঙ্ক্য রাহানে দলে ফিরে এসেছেন টেস্ট দলে সহ অধিনায়ক হয়ে। একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ক হার্দিক পান্ড্য।
ভারতের দল ঘোষণার পর দল বিষয়ক কিছু মন্তব্য করেন প্রাক্তন পাক ক্রিকেটার কমরান আকমল, তাঁর ইউটিউব চ্যানেলে। প্রশংসা করেন রোহিতের, তবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মতো দল কে আরেকটু ভালো কব্জা করতে পারলে ভালো হতো বলে মত আকমলের।
ইউটিউব চ্যানেলে আকমল বলেন, “এটা একটা ভারসাম্যপূর্ণ দল। ভারতীয় দলকে ভালো শুরু করতে হবে। আমি চাই রোহিত শর্মা অধিনায়কত্বে আরও ভালো করুক। বিরাট কোহলির মতো মাঠে আপনার উপস্থিতি দেখান। সে সুযোগ পেয়েছে। কোহলির ওভাবে অধিনায়কত্ব ছাড়ার পর আপাতত ভালো কাজই করেছে রোহিত শর্মা।”
এছাড়া সরফরাজ খানের দলে না থাকা নিয়েও মন্তব্য রাখেন আকমল। তিনি বলেন, “দু-একজন খেলোয়াড় নিয়ে সবসময়ই বিতর্ক চলতে থাকে। রেকর্ড দেখে আমার মাথায় একজন খেলোয়াড়ের নাম আসছে- সরফরাজ খান। তাঁকে খেলানো সম্ভব ছিল না, কিন্তু দলের সাথে নিয়ে তো যাওয়াই যেত। অন্তত তিনি এটা বুঝতেন যে দল তাঁকে উপেক্ষা করছে না। দলে আসার সুযোগ রয়েছে তার। এছাড়াও, উমরান মালিকের বলে দারুন গতি আছে, দলে থাকলে ভালো হত। ওয়েস্ট ইন্ডিজের পিচ শুকনো এবং ডিউকস বলের সাথে রিভার্স সুইং হবে।”