Tuesday, November 28, 2023
HomeSports NewsPakistan: ম্যাচ হেরে বিস্ফোরক স্টিফেন কনস্টানটাইন

Pakistan: ম্যাচ হেরে বিস্ফোরক স্টিফেন কনস্টানটাইন

দেশের ফুটবল ইতিহাসে নজির গড়েছে পাকিস্তান (Pakistan)। প্রথমবারের জন্য Asian Qualifiers-এর দ্বিতীয় রাউন্ডে খেলছে দল। সুখকর হল না ইতিহাস গড়ার রাত। চার গোলে হেরে গিয়েছে পাকিস্তান। সৌদি আরবের পক্ষে ম্যাচের স্কোর ৪-০।

   

চার গোল হজম করে ম্যাচ হারার পর বিস্ফোরক পাকিস্তানের জাতীয় দলের কোচ স্টিফেন কনস্টানটাইন। তার মতে, পাকিস্তান চার গোল খাওয়ার মতো খেলেনি।

“আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল। দুই মাস আগে আমরা কোথায় ছিলাম সেটা ভাবুন। সেখান থেকে আজ এখানে। তবুও বলবো চারটে গোল খাওয়ার মতো আমরা খেলিনি। দুই অর্ধের শুরুর দিকে আমরা গোল হজম করেছি। এই সময় গোল কনসিড করলে যে কোনো দলের ওপর চাপ বেড়ে যায়”, সাংবাদিক সম্মেলনে বলেছেন স্টিফেন।

“চাপ আসবে জানতাম। কিন্তু তাড়াতাড়ি গোল হবে এটা আশা করিনি। তবে আমি কথা দিতে পারি ছেলেরা আগামী ম্যাচগুলোতে নিজেদের সবটুকু উজাড় করে দেবে… আমাদের দলের অনেকেই পেশাগতভাবে ফুটবল খেলে না। শেষ কবে খেলেছে সেটাও অনেকে নিশ্চিত করে বলতে পারবে না। অন্য দিকে সৌদি আরব এশিয়ার অন্যতম সেরা দল।”

Latest News