এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর (Asia Cup Super Four) পর্বের আগে ফের চর্চার কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan)। আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। তিনি জানান, ‘ভারত (India) হোক বা অন্য যে কোনও দল, তাঁদের রুখে দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে’। তবে বাস্তব পরিস্থিতি বলছে, এখনও নিজের ছায়া ছাড়িয়ে উঠতে পারেননি সলমনরা। সেই জায়গা থেকেই উঠছে প্রশ্ন, তবে কি ফাঁকা কলসিই বেশি বাজে?
ম্যাচ জিতেও চাপের মুখে পাকিস্তান
সম্প্রতি আরব আমিরশাহির মতো তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকেছে দল। জুনায়েদ সিদ্দিকের আগুনে পেসে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর এক সময় স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২৮ রান। তবে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস কিছুটা উদ্ধার করে পরিস্থিতি, ইনিংস শেষ হয় ১৪৬ রানে।
সলমনের আত্মবিশ্বাস বনাম বাস্তবতা
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সলমন আলি আঘা বলেন, “আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। গত কয়েক মাস ধরেই ভাল ক্রিকেট খেলছি আমরা। আমাদের আত্মবিশ্বাস আছে, যে কোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।”
এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোল। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে লেখেন, “ফাঁকা কলসিই সবচেয়ে বেশি আওয়াজ করে।” আরব আমিরশাহির মতো দলের বিরুদ্ধে নড়বড়ে ব্যাটিং পারফরম্যান্সের পর ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই আত্মবিশ্বাসকে “আত্মতুষ্টি” বলেও ব্যাখ্যা করেছেন অনেক ক্রিকেটপ্রেমী।
মাঝের ওভারে সমস্যা স্বীকার করলেন সলমন
সলমন নিজেও স্বীকার করেছেন ব্যাটিং বিভাগের দুর্বলতার কথা। তাঁর বক্তব্য, “মাঝের ওভারগুলোতে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা কোনও মতে দেড়শোর কাছাকাছি রান তুলেছি। এটা চিন্তার বিষয়। তবে মাঝের ওভারে ভালো ব্যাট করতে পারলে যে কোনও দলের বিরুদ্ধে ১৭০-১৮০ রান তুলতে পারব।”
তবে এখনও পর্যন্ত সামগ্রিক পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাস প্রতিফলিত হয়নি। প্রথম পর্বে ভারতের বিরুদ্ধে কার্যত হারা ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই পরিষ্কার দুর্বলতা ধরা পড়েছিল। সূর্যকুমার যাদবদের আগ্রাসনের সামনে পেরে উঠতে পারেননি পাক বোলাররা। অথচ সেই দলের বিরুদ্ধেই ফের লড়াইয়ে নামার আগে বড় বড় কথা বলে সমালোচনার মুখে পড়লেন সলমন।
বিতর্কিত আচরণ ও প্রস্তুতির ঘাটতি
ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে “হাত না মেলানো” ইস্যুতেও বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তার উপরে আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ শুরু হতে দেরি হওয়া, টসের সময়ে প্রস্তুতির ঘাটতি সব মিলিয়ে পাকিস্তান দলের পেশাদারিত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।
ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষায়
এখন সুপার ফোরে সামনে বিরাট প্রতিপক্ষ ভারত। সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদের মতো ফর্মে থাকা ক্রিকেটারদের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। যেখানে একটুও ঢিলে দিলেই ম্যাচ হাতছাড়া হতে পারে। এই পরিস্থিতিতে সলমনদের উদ্দেশে অনেক ক্রিকেট বিশেষজ্ঞর পরামর্শ মাঠে পারফরম্যান্সে জবাব দাও, হুঙ্কারে নয়।
Pakistan captain Salman Ali Agha has declared that his team is “ready” for any “challenge” that awaits them against arch-rival India in the Super Four fixture at the ongoing Asia Cup on Sunday.
Read Here: https://t.co/YJGbrWxm4d#DNAUpdates | #SalmanAliAgha | #IndiaVsPakistan |… pic.twitter.com/HagbGY1KaE
— DNA (@dna) September 18, 2025
Pakistan Captain Warns India before Asia Cup Super Four despite poor show against UAE in Asia Cup 2025