এশিয়া কাপের (Asia Cup 2025) আর মাত্র কিছুদিন বাকি। তার আগেই উত্তেজনার পারদ চড়ছে উপমহাদেশীয় ক্রিকেটে। হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। সেই লড়াইয়ের আগে স্পষ্ট হুঁশিয়ারি পাক অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha)। তিনি বলেন, “আমাদের স্পিন আক্রমণেই ভুগবে ভারত। প্রস্তুত আমরা, এবার ওদের কপালে দুঃখ আছে।”
কড়া টক্কর প্রথমার্ধে, ওমানের বিরুদ্ধে গোলশূন্য ভারতের লড়াকু শুরু
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে ট্রফি জিতেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ম্যাচে দুরন্ত স্পেল করে হ্যাটট্রিক সহ ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজ। বল হাতে নওয়াজের আগুনে পারফরম্যান্স দলকে জিতিয়েছে, আর সেখান থেকেই আত্মবিশ্বাসে ফুটছেন অধিনায়ক সলমন। সলমনের স্পষ্ট বার্তা, “এই সিরিজটাই ছিল আমাদের আসল প্রস্তুতি। এশিয়া কাপকে লক্ষ্য করেই এগিয়েছি। এখন দল পুরোপুরি তৈরি।”
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান মাত্র ৬৬ রানে গুটিয়ে যাওয়ার পর পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের দুই স্পিনার, বিশেষত নওয়াজ, বারবার প্রতিপক্ষের ব্যাটিং ভেঙে দিয়েছেন। সলমন বলেন, “যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে, এটা নিশ্চিত।”
দুবাইয়ের উইকেট নিয়ে সলমন বলেন, “এই পিচে ১৪০ রানই অনেক। এটা লো-স্কোরিং ম্যাচ হতে চলেছে। ফলে বোলিংই ম্যাচ ঘোরাবে। আর আমাদের বোলাররা দারুণ ছন্দে রয়েছে। তাই আত্মবিশ্বাসী আমরা।”
দুবাইতে তিন স্পিনার নিয়ে চক্রব্যূহ রচনা গম্ভীরের? রইল সম্ভাব্য একাদশ
উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়ের মাটিতেই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে এরপর থেকে বিশ্বমঞ্চে আর ভারতকে হারাতে পারেনি তারা। ২০২২, ২০২৩, ২০২৪ এবং সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে একের পর এক পরাজয় ঘটেছে ভারতের কাছে। সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান।
এবারের এশিয়া কাপের জন্য পাকিস্তান পড়েছে কঠিন গ্রুপে—ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। তাদের অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, ওমানের বিরুদ্ধে। তারপর ১৪ তারিখ সেই কাঙ্খিত মহারণ—ভারত বনাম পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজের জয় নিয়ে সলমন বলেন, “নওয়াজ ব্যাট, বল, ফিল্ডিং যেন সব দিক থেকেই দুর্দান্ত খেলছে। কঠিন মুহূর্তে ওর উপর ভরসা রাখা যায়। এশিয়া কাপেও ওর পারফরম্যান্স ম্যাচ গড়বে।”
Tri-Nation Series | Captain Salman Ali Agha’s Press talk after big win against Afghanistan#trinationseries2025 #afgvspak #salmanaliagha #365sports pic.twitter.com/524IzjfjuG
— 365 News (@365dotNews) September 8, 2025
তবে এশিয়া কাপের আগে বিতর্কও পিছু ছাড়েনি পাকিস্তান অধিনায়কের। আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল চলাকালীন এক ভাইরাল ভিডিওয় দেখা গেছে, আফগান ক্রিকেটারদের উদ্দেশে অশালীন মন্তব্য করছেন সলমন। বিশেষত, মহম্মদ নবির আউটের পর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কিছু বলেন তিনি, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। তবে পাকিস্তান শিবির এখন সব বিতর্ক পিছনে ফেলে এশিয়া কাপেই নজর রাখতে চাইছে। কোচ মাইক হেসনের অধীনে চলছে পুরোদমে প্রস্তুতি।
Pakistan Captain Salman Ali Agha warns India ahead of Asia Cup 2025 said Spin Attack as Key weapon