‘জোর কা ঝটকা’ পাকিস্তানের, সিরিজ থেকে বিদায় তারকা ক্রিকেটারের

পাকিস্তান এবং বাংলাদেশের (PAK vs BAN) মধ্যে দু’ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করা হচ্ছে। আগামী ২১ অগস্ট থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ম্যাচ আয়োজন করা হবে। এই…

Aamer Jamal

পাকিস্তান এবং বাংলাদেশের (PAK vs BAN) মধ্যে দু’ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করা হচ্ছে। আগামী ২১ অগস্ট থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ম্যাচ আয়োজন করা হবে। এই সিরিজের হাত ধরে পাকিস্তান ক্রিকেট দল আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে চায়। তবে এই সিরিজের প্রথম ম্যাচের আগেই বড়সড় ধাক্কা খেল পাকিস্তান। চোট পেয়েছেন দলের তরুণ অলরাউন্ডার আমির জামাল। পিঠের নিচের দিকে চোট পেয়েছেন তিনি। আর এই চোটের কারণে গোটা সিরিজ থেকেই তিনি ছিটকে গিয়েছেন। পাকিসতা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

০ রানে আউট ১১ জন ক্রিকেটার! তবুও ভাঙল না রেকর্ড

   

মে মাস থেকে চোটে কাবু আমির জামাল
বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের জন্য যখন পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করা হয়েছিল, সেইসময় পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমির জামাল ফিট হলেই তাঁকে দলের প্রথম একাদশে রাখা হবে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি শান মাসুদের দলে কামব্যাক করতে পারবেন। কিন্তু, আপাতত এই সিরিজ থেকেই তিনি ছিটকে গেলেন। যদিও পিসিবি এখনও পর্যন্ত তাঁর রিপ্লেসমেন্টের নাম ঘোষণা করেনি।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চলতি বছরর শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল আমির জামালের। ডেবিউ সিরিজেই তিনি ১৮ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাট হাতেও তিনি রানের ঝড় তোলেন।

‘ধোনি তো আমার দাদা নয়…’, বিস্ফোরক মন্তব্য খলিল আহমেদের

প্রথম টেস্টে পূর্ণ পেস শক্তি নিয়েই মাঠে নামতে পারে পাকিস্তান
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রথম টেস্ট ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল পূর্ণ পেস শক্তি নিয়ে মাঠে নামতে পারে। এই পরিস্থিতিতে দলের প্রথম একাদশে নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি ছাড়াও মির হামজা, খুর্রম শাহজাদ এবং মহম্মদ আলিকে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে জামাল আপাতত লাহোরে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন। সেখানেই তিনি নিজের ফিটনেসের উপর কাজ করবেন।