মাত্র ৭০ বলে হাফ সেঞ্চুরি, জাতীয় দলে ফিরতে দলীপকেই পাখির চোখ পাড়িক্কলের

কথাতেই আছে জো জিতা ওহি সিকন্দর। আর এই কথাটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই ক্রিকেটার এই…

Padikkal scores 56 runs in the Duleep Trophy 2024.

কথাতেই আছে জো জিতা ওহি সিকন্দর। আর এই কথাটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই ক্রিকেটার এই সংক্ষিপ্ত সংস্করণে নামার আগে আসন্ন বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। তাই জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে তাই দলীপ ট্রফিকেই (Duleep Trophy) পাখির চোখ করলেন দেবদত্ত পাড়িক্কল। এদিন দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি টিমের ম্যাচ খেলতে নেমে ইন্ডিয়া ডি টিমের হয়ে মাত্র ৭০বলে ৫৬রানের একটি দামী ইনিংস খেললেন পাড়িক্কল। এদিন পাড়িক্কলের পাশাপাশি ৪৪বলে একটি মারকাটারি ৫৪ রানের ইনিংস খেলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে দিতে হবে কয়েক লক্ষ টাকা জরিমানা

   

এদিন খেলতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন শ্রেয়স এবং পাড়িক্কল। তবে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ইন্ডিয়া ডি দলের। ওপেনার অথর্ব তাড়ে (১৫) এবং যশ দুবে (৫) ব্যর্থ হয়ে দ্রুত সাজঘরে ফিরে যান। খাদের কিনারে ধুঁকতে থাকা টিমকে ম্যাচে ফেরায় আইয়ার – পাড়িক্কল জুটি। এদিন তিন নম্বরে নেমে টি টোয়েন্টি ক্রিকেটের ঢংয়ে ধ্বংসাত্মক ক্রিকেট খেলেন শ্রেয়স (Shreyas Iyer)। অন্যদিকে অধিনায়কের সাথেই নিজেকে মেলে ধরেন লখনৌ সুপার জায়ন্টসের ব্যাটার।

তবে এদিন শ্রেয়স-দেবদত্ত যে মেজাজে ব্যাট করেন, দেখে বোঝা মুশকিল ছিল যে, আসন্ন টেস্ট সিরিজের আগে নির্বাচকদের খুশি করতে চাইছেন নাকি ব্যক্তিগত ক্ষেত্রে নিজেদের আইপিএল টিমের কর্মকর্তাদের খুশি করতে চাইছেন। শ্রেয়স (Shreyas Iyer) তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে পাড়িক্কল নিজের ৫৬ রানের ইনিংস সাজান ৮টি চার মেরে যার মধ্যে ৩০তম ওভারে বিজ্য়কুমার বিশাখের বলে পর পর দুটি চার মারেন তিনি।

India B vs India A: লাল বলের ক্রিকেটে ফিরলেন পন্থ

গত মরসুমে রঞ্জিতে ৫৫৬ রান করেছিলেন পাড়িক্কল (Devdutt Padikkal)। এদিন ম্যাচ খেলতে নেমে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার কাছে দলীপ ট্রফি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পর্যায়ে খুব বেশি সুযোগ পাওয়া যায় না। আমি ধারাবাহিক ভাবে বড় রান করে যেতে চাই। দলীপ ট্রফি আমার কাছে সেই সুযোগ এনে দিয়েছে।” তবে সবমিলিয়ে কেরালার এই ব্যাটার জাতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্য দলীপ ট্রফিকেই পাখির চোখ করছেন সেকথা বলাই বাহুল্য।