বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচে ভারত ‘বি’ দলের বিরুদ্ধে (India B vs India A) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত ‘এ’ দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এই ম্যাচের মাধ্যমে ঋষভ পন্থ (Rishabh Pant) লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন। দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে ভারতীয় ‘এ’ দলের অনেক বড় তারকারা ভারত ‘বি’ দলের মুখোমুখি হবেন।
জেমির চোট প্রসঙ্গে উঠতেই কড়া জবাব দিলেন মলিনা
বাংলাদেশের টেস্ট সিরিজ সামনে থাকায় সবার নজর ঋষভ পন্থের দিকে থাকবে। তিনি অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন টিম ‘বি’-এর হয়ে খেলছেন। এবং টিম ‘এ’-র অধিনায়কত্ব করছেন শুভমান গিল। দলীপ ট্রফির মাধ্যমে জাতীয় দলের প্রথম একাদশ সহ রিজার্ভ অপশন আরও পোক্ত করতে চাইবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
১ রানে ৬ উইকেট! বোলিং কাকে বলে দেখিয়ে দিলেন ২ ভারতীয়
The 2024-25 Domestic season is set to kick off tomorrow with the prestigious Duleep Trophy! It’s an exciting start as four teams, featuring some of the finest longer format cricketers in the country will go head to head.
With a packed red ball calendar ahead for Team India,… pic.twitter.com/HPSSSwau6o
— Jay Shah (@JayShah) September 4, 2024
ভারত ‘এ’ দল: শুভমন গিল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিবম দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, আবেশ খান, খলিল আহমেদ।
ISL-এ বাধ্যতামূলক ভারতীয় কোচ! ঘোষণা হল একাধিক নিয়ম
ভারত বি একাদশ: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মুশির খান, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মুকেশ কুমার, নভদীপ সাইনি, যশ দয়াল।