Tuesday, October 14, 2025
HomeSports Newsজেতা ম্যাচ হাতছাড়া করে খেলোয়াড়দের দুষলেন ওয়েন কোয়েল, কী বললেন?

জেতা ম্যাচ হাতছাড়া করে খেলোয়াড়দের দুষলেন ওয়েন কোয়েল, কী বললেন?

বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলের শেষ হয় এই ফুটবল ম্যাচ। একটা সময় গোটা ম্যাচ জুড়ে দক্ষিণের এই ফুটবল দলের দাপট থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। মনভীর সিং থেকে শুরু করে লালরেমসাঙ্গা ফানাইদের দাপটে ছাড়খার হয়ে যায় দলের রক্ষণভাগ। আসলে লালদিনপুইয়া পাচুয়াউ লাল কার্ড দেখার পর থেকেই বাড়তি চাপ বাড়াতে শুরু করে মহামেডান।

Advertisements

অতিরিক্ত সময় দুইটি গোল হজম করতে হয় চেন্নাইয়িন এফসিকে। যারফলে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ওয়েন কোয়েল (Owen Coyle)। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা অসাবধান ছিলাম। ফুটবলারদের ব্যক্তিগত ভুলের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পাল্টা আক্রমণের বিষয়টি ও মাথায় রাখার দরকার ছিল। আমাদের দলে এখন অনেক তরুণ ফুটবলার রয়েছে। এখন তাঁদেরকে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করি তাঁরা যত ম্যাচ টাইম পাবে নিজেদের ভুল শোধরানোর চেষ্টা করবে।”

Advertisements

তবে এই ম্যাচে জয় আসলে টপ সিক্সের লড়াইয়ে অনেকটাই এগিয়ে আসতে পারত দল। শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে ব্রিটিশ কোচ বলেন, ” আমরা যদি জিততাম, তাহলে আমরা কিছুটা এগিয়ে থাকতাম। তবে আমরা খুব বেশি দূরে নেই, কিন্তু তাঁর আগে আমাদের রক্ষণভাগকে আরও মজবুত করতে হবে। পাশাপাশি গোল তুলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে আমাদের দলের আপফ্রন্টের ফুটবলারদের‌। সেদিকে ও নজর রাখতে হবে।”

সূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে চেন্নাইয়িন এফসি। মহামেডান ম্যাচের হতাশা ভুলে এখন এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য থাকবে লুকাস বামব্রিলা থেকে শুরু করে জর্ডান উইলমার গিলদের।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments