Chennaiyin FC: ঘুরে দাঁড়ানোর লড়াই চেন্নাইয়িনের, বাগান প্রসঙ্গে কী বলছেন ওয়েন কোয়েল

গত মরশুম থেকেই খুব একটা ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। মরশুম জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই দিলেও খুব একটা ভালো ফল ছিলনা দলের। তবে সমস্ত কিছু…

Head coach Owen Coyle

গত মরশুম থেকেই খুব একটা ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। মরশুম জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই দিলেও খুব একটা ভালো ফল ছিলনা দলের। তবে সমস্ত কিছু ভুলে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমত জর্ডন মারি থেকে শুরু করে একের পর এক দাপুটে ফুটবলারকে দলে টেনেছিল এই ক্লাব।

তবে চলতি মরশুমের শুরুটা আরামদায়ক হলেও সময় এগোনোর সাথে সাথে ছন্দ হারাতে থাকে এই ক্লাব। বেশকিছু ম্যাচে পরাজিত হওয়ার দরুন পিছিয়ে পড়তে হয় বাকিদের থেকে। এমনকি গত ৯ মার্চ এই টুর্নামেন্টের সবথেকে দুর্বল দল হায়দরাবাদ এফসির কাছে পরাজিত হতে হয়েছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল তাদের।

সেখান থেকেই এখন ঘুরে দাঁড়ানোর লড়াই এই ফুটবল ক্লাবের। আজ সন্ধ্যায় অ্যাওয়ে ম্যাচ খেলতে সল্টলেক স্টেডিয়ামে নামছে চেন্নাইয়িন। প্রতিপক্ষ হিসেবে রয়েছে এই টুর্নামেন্টে জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান সুপারজায়ান্টস। লড়াই যে খুব একটা সহজ হবে না সেটা ভালমতোই জানেন কোচ। তবুও নিজেদের সীমিত শক্তি নিয়ে লড়াই চালাবে দল।

এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের একাদশ সাজাতে গিয়ে যথেষ্ট হিমিসিম খাওয়ার মত পরিস্থিতি চেন্নাইয়িনের। সেজন্য এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী তিনি। এই ম্যাচ প্রসঙ্গে দলের কোচ ওয়েন কোয়েল বলেন, মোহনবাগান বর্তমানে নিজেদের সেরা ছন্দে রয়েছে। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএলের অন্যতম সেরা ফুটবল ক্লাব।