গত মাসের প্রথমদিকে প্রকাশিত হয়েছিল ব্যালন ডি’অরের জন্য নির্বাচিত তারকাদের তালিকা। যেদিকে নজর ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষদের। একটা সময় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের একচ্ছত্র দাপট থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে সমস্ত কিছু। গতবার এই খেতাব জয় করে সকলকে চমকে দিয়েছিলেন রদ্রি। সেবার এই ব্যালন ডি’অরের দৌড়ে থেকে ও ছিটকে যেতে হয়েছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। এবার এক ফরাসি ফুটবলারের হাতে উঠল এই শিরোপা। তিনি ওসমান ডেম্বেলে।
সকলের নজর ছিল এই ফরাসি ফুটবলারের দিকে
বলাবাহুল্য, এবারের এই অনন্য সম্মানের জন্য তালিকা প্রকাশের পর থেকেই সকলের নজর ছিল এই ফরাসি ফুটবলারের দিকে। কিন্তু তিনি একানন। ডেম্বেলের পাশাপাশি এই শিরোপা জয়ের দাবিদার হিসেবে বারংবার উঠে আসতে শুরু করেছিল স্পেনের ওয়ান্ডার বয় লামিনে ইয়ামালের নাম। যারফলে অনেকেই মনে করেছিল যে এবার ও হয়তো স্পেনেই যাবে ব্যালন ডি’অর। কিন্তু না, শেষ পর্যন্ত ইয়ামালকে অপেক্ষায় রেখে বাজিমাত করে গেলেন ইউসিএল জয়ী তারকা ওসমান ডেম্বেলে। গত সোমবার রাতে প্যারিসের বুকে আয়োজিত হয়েছিল এবারের এই অনুষ্ঠানের আসর।
খেতাব তুলে দেন রোনাল্ডিনহো
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ফরাসি তারকার হাতে খেতাব তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো গাউচো। তবে এই আনন্দময় মুহূর্তের সাক্ষী থাকতে পারেননি পিএসজি দলের কোচ সহ তাঁর সতীর্থ ফুটবলাররা। আসলে লিগ ওয়ানের ম্যাচের সময় বদলের দরন আসা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যদিও এই অনুষ্ঠানে থাকতে দেখা গিয়েছিল দলের সভাপতিকে। উল্লেখ্য, গত ২০২৪-২০২৫ সিজনে ইন্টার মিলানকে পরাজিত করে প্রথমবারের মতো ইউসিএল জয়ের স্বাদ পেয়েছিল পিএসজি। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেম্বেলের। এছাড়াও লিগ ওয়ান ও সুপার কাপের মতো টুর্নামেন্ট জয় করার ক্ষেত্রে ও যথেষ্ট ভূমিকা ছিল এই ফুটবলারের।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
