দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে গত মঙ্গলবার। বাংলাদেশের শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসকে (Bashundhara Kings) পরাজিত করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এবারের মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি লাল-হলুদ ব্রিগেডের। গত বছর ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এই বছর ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। সেই হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। টানা ছয়টি ম্যাচে পরাজিত হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। যারফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ইস্টবেঙ্গল।
Also Read | লাল-হলুদ ঝড়! বসুন্ধরার বিপক্ষে ৪ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল
এই পরিস্থিতিতে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল লাল-হলুদের। প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিপক্ষে ভালো খেলেও জয় পায়নি আনোয়ার আলিরা। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। সেটাই হয়েছে এবার। চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হেলায় হারিয়েছে মশাল ব্রিগেড। সম্পূর্ণ সময় শেষে চার গোলের ব্যবধানে এসেছে জয়। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখনও জিইয়ে রাখল মশাল ব্রিগেড। সেই নিয়ে খুশি আপামর ইস্টবেঙ্গল জনতা।
Also Read | এএফসিতে ভাগ্য নির্ধাণের ম্যাচে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ
কিন্তু দল জয় পেলেও মন খারাপ থেকে যাচ্ছে কোচ অস্কার ব্রুজনের (Oscar Bruzon)। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ” ইস্টবেঙ্গল দলকে ফিটনেসের দিক থেকে আরও উন্নতি করতে হবে। নাহলে এএফসির মতো টুর্নামেন্টে টিকে থাকা যথেষ্ট কঠিন হয়ে পড়বে আমাদের দলের পক্ষে। তাছাড়া প্রথমার্ধে আমাদের ছেলেরা প্রভাব বিস্তার করতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ যথেষ্ট স্লথ হয়ে গিয়েছিল সেখান থেকেই বসুন্ধরা আক্রমণে উঠে আসতে শুরু করেছিল। সেইদিকে নজর দিতে হবে।”
Also Read | ইস্টবেঙ্গলের হারার রহস্য ফাঁস করলেন হাবাস!
তবে প্রাক্তন দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ লাল-হলুদের নব নিযুক্ত কোচ। অস্কার বলেন, ” বসুন্ধরার বেহাল দশা দেখে আমি যথেষ্ট হতাশ। বাংলাদেশ ছাড়ার আগে আমি গনমাধ্যমে বলে এসেছিলাম ব্যবস্থাপনার পরিবর্তনের জন্য দল সমস্যায় পড়বে। এবার সেটাই হয়েছে।” তবুও তিনি আশা করছেন খুব শীঘ্রই সেই দলের অবস্থার পরিবর্তন ঘটবে।