চেন্নাইয়িন বধ করার পর কী বললেন অস্কার? জানুন

    বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত জামানায় মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিলনা ময়দানের এই প্রধানের। ধাক্কা খেতে…

East Bengal’s head coach Oscar Bruzon on team performance at ISL

short-samachar

   

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত জামানায় মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিলনা ময়দানের এই প্রধানের। ধাক্কা খেতে হচ্ছিল একের পর এক ম্যাচে। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। হতশ্রী পারফরম্যান্সের দরুন থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। তবে অস্কার ব্রুজন‌‌‌ (Oscar Bruzon) দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ভোল পাল্টেছে গোটা দলের। নয়জনে ফুটবল খেলে তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

তাঁদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে গতবারের সুপার কাপ জয়ীরা। হুয়ান পেদ্রো বেনালির ছেলেদের পরাজিত করেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম জয় ছিনিয়ে নেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তারপর সেই ধারা বজায় রেখেই গত শনিবার দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। যারফলে লাস্ট বয়ের তকমা ঘুচিয়ে লিগ টেবিলের বেশকিছুটা উপরে উঠে আসে ইস্টবেঙ্গল।

East Bengal vs Chennaiyin FC

এদিনের দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি থাকতে দেখা যায় লাল-হলুদ কোচ অস্কার ব্রুজনকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা গোটা ম্যাচেই আজ ভাল খেলেছি। এক্ষেত্রে একেকটা মুহূর্ত একেকরকম ছিল। চেন্নাইয়িন এফসি ঘরের মাঠে খেলেছে। এই পরিস্থিতিতে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই দরকার ছিল ওদের। এই লিগে যে দলগুলো ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে তাদের মধ্যে ওরা অন্যতম। তাই সাধারণত, ওরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে। ডুয়েলের পাশাপাশি, লং বল, সেকেন্ড বলের ক্ষেত্রে ওরা যা করে, আজও তাই করার চেষ্টা করেছে। আমরা পরিকল্পনা করেই নেমেছিলাম।”

তবে এদিন দল যে আরও বড় ব্যবধানে জিততে পারতো সেইকথা ও বললেন স্প্যানিশ কোচ। তাঁর মতে, ” আমার মনে হয় দুই গোলের ব্যবধানটা যথেষ্ট কমই হয়েছে। বিশেষ দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু সেটা নয়। বল দখলের লড়াইয়ে ওদের টেক্কা দিয়েছে আমাদের ছেলেরা‌। সেইসাথে দ্রুত আক্রমণে ওঠে উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা আজ ওদের চেয়ে এগিয়েই ছিলাম। সেই জন্যই আমরা সহজ জয় পেয়েছি।”

Oscar Bruzon hails East Bengal’s outstanding performance in their 2-0 victory against Chennaiyin FC in the ISL 2024. The coach praises the team’s strategy, ball possession, and attacking efficiency. Read more about the thrilling encounter!