সেরা একাদশের খোঁজে অস্কার ব্রুজন‌‌‌, জানুন

হাতে কয়েকটি দিন। তারপরেই শুরু হতে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025)। গত সিজনে এগিয়ে থেকেও চূড়ান্ত সাফল্য হয়নি। শেষ পর্যন্ত ক্লেটন…

East Bengal to Play Chennaiyin in Friendly Before Kalinga Super Cup Clash"

হাতে কয়েকটি দিন। তারপরেই শুরু হতে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025)। গত সিজনে এগিয়ে থেকেও চূড়ান্ত সাফল্য হয়নি। শেষ পর্যন্ত ক্লেটন সিলভার গোলে ট্রফি জয় করেছিল মশাল ব্রিগেড। সেই ধারা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য ক্লেটন সিলভাদের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না আগে থেকেই সেই আভাস পেয়েছেন অস্কার। তাছাড়া গতবারের তুলনায় এবার বদলে গিয়েছে টুর্নামেন্টের ফরম্যাট। শেষ সিজন পর্যন্ত গ্রুপ পর্বের পর নক আউটের লড়াই শুরু হলেও এবার একেবারেই অন্যরকম। প্রথম থেকেই নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ। যেখানে আগামী ২০ শে এপ্রিল কলিঙ্গের বুকে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডেভিড কাতলার কেরালা ব্লাস্টার্স।

আগেই কলকাতার বুকে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নেবে ইস্টবেঙ্গল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১৩ ই এপ্রিল আইএফএর সেন্টার অব এক্সিলেন্সের মাঠে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে নামবে মেসি বাউলিরা। ওডিশা রওনা হওয়ার আগে এই ম্যাচে জয় পেতে চাইবেন সাউল ক্রেসপোরা। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন লাল-হলুদ কোচ। যেখান থেকে মূলত সেরা কম্বিনেশন খুঁজে নেওয়াই প্রধান লক্ষ্য অস্কারের। আইএসএলে দলের ইতিবাচক পারফরম্যান্স না থাকলেও সুপার কাপে দলকে ছন্দে রেখে সাফল্য পেতে মরিয়া তিনি।

মঙ্গলবার ও তাঁর অন্যথা হয়নি। প্রথমদিকে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বল পায়ে অনুশীলন করে গোটা দল। এক্ষেত্রে ছোট ছোট পাস খেলার পাশাপাশি শুটিং, ও হেড করতে ও দেখা যায় আনোয়ার আলিদের। বলতে গেলে সমস্ত রকমভাবেই দলের ফুটবলারদের দেখে নিচ্ছেন তিনি। পরবর্তীতে গোটা দলকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে ম্যাচ খেলিয়ে খেলোয়াড়দের বুঝে নেন এই স্প্যানিশ কোচ। বলতে গেলে রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগকে ও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন অস্কার ব্রুজন‌‌‌।

Advertisements

তাছাড়া দলের ফুটবলাররা সকলেই ফিট থাকায় খুব একটা চাপ থাকছে না ময়দানের এই প্রধানের। তবে গত বছরের মতো এবারও চ্যাম্পিয়ন হতে চাইবেন ফুটবলাররা। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় থাকায় ফুটবলারদের ভালো মতো দেখে নিয়েই প্রথম একাদশ সাজাতে চাইবেন এই হাইপ্রোফাইল কোচ।