পঞ্জাবের বিপক্ষে জয় আসায় খুশি অস্কার, মেসির প্রসঙ্গে কী বললেন কোচ ?

অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ও খুব…

Oscar Bruzon Delighted with Win Against Punjab, Praises New Player Messi's Impact on East Bengal

অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ও খুব একটা ভালো ছিল না মশাল ব্রিগেডের। পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। এমন পরিস্থিতিতেই দলের দায়িত্ব পেয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তারপর সময় যত এগিয়েছে ততই বদলাতে শুরু করে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্স করার পর আইএসএলে ও জয়ের মুখ দেখতে শুরু করে কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে একটা সময় টুর্নামেন্টের সুপার সিক্সে ওঠার ও হাতছানি দেখা দিয়েছিল তাঁদের কাছে।

   

কিন্তু চোট আঘাতের সমস্যার পাশাপাশি আরও নানাবিধ সমস্যা দেখা দেওয়ায় প্রভাব পড়ে দলের পারফরম্যান্সে। বিশেষ করে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার ফলে চ্যাম্পিয়নশিপে টিকে থাকার আশা কার্যত শেষ হয়ে যায় সৌভিক চক্রবর্তীদের। বর্তমানে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শেষ করাই এখন অন্যতম লক্ষ্য লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল দলের। সেই অনুযায়ী গত শনিবার রাজধানীর বুকে পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল দিমিত্রিওস ডায়মান্তাকসরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে।

সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সাউল ক্রেসপো’রা। বহুদিন পর গোলের দেখা পান গ্ৰিক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। দলের এই জয় আসায় যথেষ্ট খুশি কোচ অস্কার ব্রুজন‌‌‌। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের দল এখন ধীরে ধীরে সঙ্ঘবদ্ধ হচ্ছে। মাঠের মধ্যে ইতিবাচক অনেক কিছু দেখতে পাচ্ছি। যা এই সিজনের বাকি সময়টার জন্য বাড়তি প্রেরণা দেবে। একটা দল তখনই স্থিতিশীল হয় যখন তাঁরা দল হিসেবে খেলে। সেইসাথে সকলের যখন জয়ের মানসিকতা থাকে, দৃঢ় সংকল্প থাকে, যখন ফুটবলাররা দলের হয়ে খেলা উপভোগ করে, যখন তাদের স্পষ্ট ধারণা থাকে যে তাদের কী করতে হবে। কীভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে। এমন পরিস্থিতিতে সকলেই আত্মবিশ্বাস পায়।”

পাশাপাশি দলের নতুন বিদেশি ফুটবলার তথা রাফায়েল মেসি বাউলির প্রসঙ্গে অস্কার বলেন, “আমাদের দলে কিছু ক্ষিপ্র খেলোয়াড়ের দরকার ছিল। যারা সামনে থেকে বল ধরে রাখতে পারবে, আত্মবিশ্বাস জোগাতে পারবে, সঠিক মুহূর্তগুলো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী খেলতে পারবে। মেসি আমাদের দলে যোগ দেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে আমাদের দলের কার্যকরী হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূর্বে ও আমরা অনেক সুযোগ তৈরি করছিলাম, কিন্তু গোল করতে পারছিলাম না। তবে আমি বহুবার বলেছি যে আমাদের দলে ফিনিশিং-এর সমস্যা ছিল। কিন্তু শেষ দুটো ম্যাচে আমরা তিন গোল করেছি। যেটা বিরাট পাওনা।”