ISL: বার্সেলোনার যুব প্রোডাক্টকে সই করিয়ে চমক দিল এই ক্লাব

আক্রমণের গতি বাড়াতে স্প‍্যানিশ উইংগার ভিক্টর রডরিগেজ’কে সই করাল ওড়িশা এফসি (Orissa FC)। মঙ্গলবার ক্লাবের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে তার নাম।     লা…

Victor Rodriguez Romero

short-samachar

আক্রমণের গতি বাড়াতে স্প‍্যানিশ উইংগার ভিক্টর রডরিগেজ’কে সই করাল ওড়িশা এফসি (Orissa FC)। মঙ্গলবার ক্লাবের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে তার নাম।

   

লা লিগা, লা লিগা ২, কোপা দেল রে, মেজর লিগ সকারে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের। শেষে খেলতে দেখা গিয়েছিল তাকে এলচে ‘তে। প্রায় একবছর হলো তিনি একজন ফ্রি এজেন্ট ফুটবলার।

বার্সেলোনার ইউথ প্রোডাক্ট চার বছর বার্সা’তে কাটান। এরপর স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব সিএফ বাদালোনা’তে সই করেন তিনি। সেখানে ৯০ ম‍্যাচ খেলার পর ২০১২ তে লা লিগার ক্লাব রিয়াল জারাগোজায় সই করেন।

২০১৪ সালে আসেন তিনি এলচে’তে।তিন বছরের চুক্তিতে। ৩৬ ম‍্যাচে খেলার সুযোগ পান,করেন চারটি গোল,গোল করান তিনটি। পরের বছর লোনে যান গেতাফে’টে। এরপর স্পোর্টিং গিজন হয়ে মেজর লিগ সকারে সিয়াটেল সন্ডার্সে।২০২০ তে ফিরে আসেন এলচে’তে।এবার ওড়িশার হয়ে তিনি কি করে দেখান।এখন নজর থাকবে সেই দিকেই।