Durand Cup: ডুরান্ড ফাইনাল নিয়ে যথেষ্ট আশাবাদী ফেরেন্দো, কী বলছেন কোচ?

গতকাল ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী এফসি গোয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Mohun Bagan Coach Juan Ferrando

গতকাল ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী এফসি গোয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমদিকে এফসি গোয়া একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে ম্যাচের হাল ধরে নেয় মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কলকাতার এই প্রধান। বাগান শিবেরর হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স।

পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলকে এগিয়ে দেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান তারকার গোল নিয়ে কোনো রকমের আপত্তি না দেখা গেলেও কামিন্সের পেনাল্টি নিয়ে দেখা দেয় যত বিতর্ক। আসলে রেফারির সেই পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে ঘোর সমালোচনা দেখা দেয় বিশেষজ্ঞদের মধ্যে। তবে সেই সবে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বাগান কোচ।

ম্যাচের শেষে সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এফসি গোয়ার গোলের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত কিছুটা বিতর্কিত ছিল। সেটা আমাদের বিপক্ষে গিয়েছে। একইভাবে পেনাল্টি। তবে এরকম হাইভোল্টেজ ম্যাচে যে এরকম হতেই পারে তা মানছেন ফেরেন্দো। পাশাপাশি ডুরান্ড ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই টুর্নামেন্টটি আদতে আমাদের কাছে প্রি সিজেনের মতো। তবে এক্ষেত্রে যেহেতু দল ফাইনালে পৌঁছে গিয়েছে, তাই ট্রফি জিতেই নিজেদের মরশুম শুরু করতে চান মোহনবাগান কোচ জুয়ান ফেরেন্দো।

অন্যদিকে, গত বেশ কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে দাপটের সাথে নর্থইস্ট ইউনাইটেডকে হারালেও ফাইনালে চাপ যে আরও বাড়বে তা ভালো মতোই আন্দাজ করতে পারছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তাই গতকাল বাগান ম্যাচে ও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে। শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে এবারের এই ডুরান্ড ট্রফি এখন সেটাই দেখার।