Mohun Bagan: সেমিফাইনাল নিয়ে যথেষ্ট আশাবাদী ম্যানুয়েল, কী বলছেন?

Mohun Bagan Super Giant assistant coach Manuel Cascallana

মঙ্গলবার ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের প্রথম সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় লেগে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে মোহনবাগানের।  তবে পরিসংখ্যান অনুযায়ী দেখলে এবারের এই আইএসএল মরশুমে নিজেদের ঘরের মাঠে এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেনি জগন্নাথের রাজ্যের এই শক্তিশালী ফুটবল দল। সেক্ষেত্রে ওডিশার বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই আন্দাজ করতে পারছেন মেরিনার্সরা। তবে শিল্ড জয়ের পর অনেক তাই আত্মবিশ্বাসী গোটা দল।

যা নিঃসন্দেহে বেশ কিছুটা চাপে রাখতে পারে দিয়াগো মরিসিওদের। তাই ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় বাগানের সহকারী কোচকে। বলাবাহুল্য, হাবাস অসুস্থ হয়ে পড়ার পর দায়িত্ব দায়িত্ব নিয়ে দুটি অ্যাওয়ে ম্যাচে জয় এনে দিয়েছেন দলকে। যা অনেকটাই প্রশস্ত করেছিল শিল্ড জয়ের রাস্তা।

   

তাই ওডিশা উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ম্যানুয়েলের প্রশংসা করতে দেখা গিয়েছিল বাগানের স্প্যানিশ বসকে। তবে দলেরই অভূতপূর্ব সাফল্যে ভাবাসের অবদানের কথা জানিয়েছিলেন সহকারী কোচ। মোহনবাগানে আসার পর থেকে হাবাসের তত্ত্বাবধানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এবার বড় লড়াই। তার আগে দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী ম্যানুয়েল।

এবারের শিল্ড জয়ের পর দল যে আরো অনেকটাই আত্মবিশ্বাসী হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে আইএসএলের সেমিফাইনালে আদৌও তার কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন