‘অপারেশন সিঁদুর’ সরাসরি প্রভাবে বদল IPL গুরুত্বপূর্ণ ম্যাচের ভ্যেনু

নিশ্চিত করা হয়েছে যে ১১ মে আইপিএল ২০২৫ (IPL 2025) পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচটি আর ধর্মশালায় ()Dharamsala) হচ্ছে না।…

Operation Sindoor impact on IPL 2025

নিশ্চিত করা হয়েছে যে ১১ মে আইপিএল ২০২৫ (IPL 2025) পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচটি আর ধর্মশালায় ()Dharamsala) হচ্ছে না। ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানের জেরে এই গুরুত্বপূর্ণ ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadiyum)।

পাক অধিকৃত কাশ্মীর এবং সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সমর্থিত নয়টি জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর নিশানা বানানো এই অভিযানের পর সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ২৭টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার মধ্যে ধর্মশালাও রয়েছে।

   

এই পরিস্থিতিতে ১১ মে’র ম্যাচটি ধর্মশালায় আয়োজন করা সম্ভব নয় বলে আগাম সিদ্ধান্ত নিয়ে আইপিএল কর্তৃপক্ষ ম্যাচ ভেন্যু বদল করে আমেদাবাদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল এই খবর নিশ্চিত করে জানান, আইপিএলের অনুরোধে তাঁরা ম্যাচটি আয়োজন করতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, “আমরা এখনও আইপিএলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছি, তবে ম্যাচটি আমাদের এখানে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছি।”

উল্লেখ্য, ধর্মশালা ছিল পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই মরসুমে এটি তাদের তৃতীয় এবং শেষ ম্যাচ হওয়ার কথা ছিল এই ভেন্যুতে। প্রথম ম্যাচে তারা লখনউ সুপার জায়ান্টসকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়। আজ, অর্থাৎ বৃহস্পতিবার পাঞ্জাব কিংস খেলছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং এই ম্যাচটি সূচি অনুযায়ী ধর্মশালায়ই অনুষ্ঠিত হচ্ছে। কারণ দুই দলই আগেভাগেই এই পাহাড়ি শহরে পৌঁছে গিয়েছিল।

বর্তমানে পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে যদি তারা জিতে নেয়, তাহলে প্লে-অফের দিকে তাদের অগ্রগতি আরও মজবুত হয়ে যাবে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসও ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং তারাও প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে। আজকের ম্যাচটি তাই উভয় দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুম্বই ইন্ডিয়ান্সের কথায় ফিরলে, তাদের অবস্থা কিছুটা হলেও চাপের। তারা ১২টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শেষ ম্যাচে তারা গুজরাট টাইটান্সের কাছে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে। তবে আগামী ম্যাচে জয় তাদের জন্য প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারে। পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচ তাই শুধু ভেন্যু পরিবর্তনের কারণে নয়, প্রতিযোগিতার উত্তাপের দিক থেকেও ভীষণ তাৎপর্যপূর্ণ।

ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় ম্যাচ-পরবর্তী পরিকল্পনায়ও পরিবর্তন এসেছে। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচ শেষে পাঞ্জাব কিংস সড়কপথে নয়াদিল্লি পৌঁছে সেখান থেকে বিমানে আমেদাবাদ যাবে। মুম্বই ইন্ডিয়ান্স দলেরও আমেদাবাদ পৌঁছানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ধর্মশালার পাশাপাশি জম্মু, শ্রীনগর, লুধিয়ানা, চণ্ডীগড়, অমৃতসর, জয়সালমের, পাঠানকোট এবং সিমলার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরেও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে ৪৩০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যার কারণে সাধারণ যাত্রীরাও ভোগান্তির মধ্যে পড়েছেন।

সবমিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’ দেশের নিরাপত্তার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, এর প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। তবে আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ ভেন্যু বদল করে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিয়েছে। এখন দেখার, আমেদাবাদের মাঠে কে এগিয়ে থাকবে—পাঞ্জাব কিংস না মুম্বই ইন্ডিয়ান্স?

Advertisements