Durand Cup: ডুরান্ডের উদ্বোধনের সময় এগোচ্ছে

মঙ্গলবার কলকাতায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup)। যুবভারতীতে স্বয়ং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হতে…

Durand Cup

মঙ্গলবার কলকাতায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup)। যুবভারতীতে স্বয়ং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের ফাইনালিস্ট এফসি গোয়া বনাম মহামেডান স্পোর্টিং।

Advertisements

বদলে গেছে টুর্নামেন্ট উদ্বোধনের সময়। এর আগে ঠিক ছিলো সন্ধ্যা ৬:৩০ টায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুর্নামেন্টে উদ্বোধন করবেন,তারপর খেলা শুরু হবে সাতটা নাগাদ ।বদলে যাওয়া সূচী অনুযায়ী বিকেল পাঁচটা নাগাদ প্রতিযোগীতার উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।খেলা শুরু হবে সাতটায়।

   

গতবারের চ‍্যাম্পিয়ান এফসি গোয়া এবার ভারতীয় স্কোয়াড নিয়ে খেলতে এসেছে, তাদের হারানোর জন্যে ফুঁসছে গতবারের রানার্সআপ মহামেডান স্পোর্টিং।ক্লাব সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন অন্তত দুই গোলে গতবারের চ‍্যাম্পিয়ান’দের হারাবে সাদা কালো ব্রিগেড, অন‍্যদিকে কোচ চেরনিশভ গতবারের ফাইনালের হারের কথা বলে দলকে তাতানোর চেষ্টা চালাচ্ছেন।