East Bengal: হীরার পাশাপাশি লাল-হলুদের এই ফুটবলারও কাঁপাতে পারে দলবদলের বাজার

চলতি মরশুমে তাক লাগিয়ে দিয়েছেন হীরা মন্ডল। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার। অন্যান্য ক্লাবের চোখ রয়েছে হীরার দিকে। আরও এক ফুটবলারকেও (East Bengal) পাওয়ার জন্যও হতে পারে দড়ি টানাটানি খেলা।

হীরা মন্ডলের পাশাপাশি হামতের খেলাও নজর কেড়েছে ফুটবল প্রেমীদের। দলবদলের বাজারে তরুণ এই ফুটবলারকে কেন্দ্র করেও বাজার গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। 

   

এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মানলো দিয়াজের সময়ে হামতের উত্থান । তারও আগে রেনেডি সিং এর কোচিংয়ে শান দিয়েছিলেন নিজের ফুটবল স্কিলে। বল স্নাচিংয়ের ক্ষেত্রে বারংবার নজর টেনেছেন তিনি। দল যখন ম্যাচের পর ম্যাচ হতশ্রী পারফরম্যান্স করে গিয়েছে। তখন হতে গোনা কয়েকজন ফুটবলার দেখিয়েছেন ধারাবাহিকতা। হীরা, হামতে অন্যতম। 

জানা গিয়েছে, দলবদলের বাজারে ইতিমধ্যে নেমেছেন লাল হলুদ কর্তারা। তাঁরা হীরা এবং হামতে দুজনকেই ধরে রাখতে চাইবেন এমনটা আশা করা হচ্ছে। 

সূত্রের খবর, হীরার কাছে ইতিমধ্যে গিয়েছে লিগের ছ’টি ক্লাবের অফার। যার মধ্যে দু’টি ক্লাব আইএসএল-এর অন্যতম ধনী বলে পরিচিত। 

আগামী মরশুমে লাল জার্সি পরে খেলবেন তো তিনি? জানা গিয়েছে হীরা আরও একটু দেখে নিতে চাইছেন। সময় নিয়ে নিতে চাইছেন সিদ্ধান্ত। সব ঠিক থাকলে আগামী মরশুমেও তাঁর ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন