Cricket : পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া (Pakistan vs Australia)। সিরিজ নির্বিঘ্নে হলেও জঙ্গি হামলার আশঙ্কা ছিল। কারণ একটি হুমকি ফোন। জানা গিয়েছে, পাকিস্তান পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
চলতি মাসের শুরুতে লাহোরে গিয়েছিল টিম অস্ট্রেলিয়া। ম্যাচ চলাকালীন কোনো সমস্যা না হলেও মাঠের বাইরের কিছু ঘটনা আলোচনায় উঠে এসেছিল। অজি স্পিনার অ্যাশটন অ্যাগরকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল খুনের হুমকি। পরে জানা গিয়েছিল যে প্রোফাইল থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটি ভুয়ো। এই ঘটনার পাশাপাশি পাকিস্তান প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়েছিল হুমকি ফোন।
লাহোরে ক্রিকেট টিমের ওপর হামলা চালানো হবে বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ফোন গিয়েছিল বলে সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ। এরপর তদন্ত শুরু করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশ কর্মকর্তা মুবাশির মাকেন সাংবাদিকদের বলেছেন, ‘বৃহস্পতিবার পুলিশ সেই ব্যক্তিকে খুঁজে বের করতে সফল হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ সন্দেহভাজন ইরফান নাসিরকে লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে টোবা টেক সিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে পাকিস্তান পুলিশ।