চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঈশান কিষাণের (Ishan Kishan)। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু ফের একবার সেই লক্ষ্যে বড় ধাক্কা খেলেন তিনি। আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) পূর্বাঞ্চল দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হলেও, চোট সারিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় এবারের টুর্নামেন্টে খেলতে পারছেন না ঈশান।
ঈশানকে নিয়ে দলের পরিকল্পনা ছিল বিস্তর। ঋষভ পন্থ এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ইংল্যান্ড সিরিজে তাঁর বিকল্প হিসেবে ঈশানের নাম উঠেছিল। কিন্তু ই-স্কুটার দুর্ঘটনায় বাঁ হাতে গুরুতর আঘাত পান ঈশান। হাতে সেলাই পড়ে। এর জেরে ইংল্যান্ড সফরে যাওয়া তো দূর, অনুশীলনেই ফিরতে পারেননি এখনও।
সূত্রের খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরে রয়েছেন তিনি। চোট গুরুতর না হলেও এখনও হাতে সেলাই রয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাঁর রিহ্যাব চলবে। বোর্ড চাইছে, তিনি শতভাগ ফিট হয়ে মাঠে ফেরেন।
দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক হিসেবে ঈশান কিষাণের নাম ঘোষিত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চোট না সারায় অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণের হাতে। অভিমন্যুর নেতৃত্বের অভিজ্ঞতা যথেষ্ট। ভারতীয় ‘এ’ দল ছাড়াও বহুবার বাংলার হয়ে সফলভাবে অধিনায়কত্ব করেছেন তিনি।
ঈশানের পরিবর্তে পূর্বাঞ্চল দলে নেওয়া হয়েছে ওডিশার তরুণ উইকেটরক্ষক আশীর্বাদ সোয়াইনকে (Aashirwad Swain)। বয়স মাত্র ২০ বছর হলেও বয়সভিত্তিক ক্রিকেটে তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ঈশানের প্রত্যাবর্তনের সময়সীমা এখনও নির্দিষ্ট হয়নি। তবে বোর্ড আশাবাদী, আগামী সেপ্টেম্বরে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন। সেই সফরের চার দিনের ম্যাচগুলির জন্য তাঁর নাম ভাবা হচ্ছে।
ঈশানের না থাকাটা অবশ্যই পূর্বাঞ্চলের বড় ধাক্কা, তবে সুযোগ হয়ে গেল বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। দলের স্কোয়াডে রয়েছেন মুকেশ কুমার, মহম্মদ শামির মতো অভিজ্ঞরা। রিয়ান পরাগ, কুমার কুশাগরা, ডেনিশ দাস, শ্রীদাম পলের মতো তরুণরাও নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন এবার।
পূর্বাঞ্চলের দলীপ ট্রফি স্কোয়াড :
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, ডেনিশ দাস, শ্রীদাম পল, শরণদীপ সিং, কুমার কুশাগরা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, মহম্মদ শামি, আশীর্বাদ সোয়াইন
স্ট্যান্ডবাই: মুখতার হুসেন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপ কুমার ঘরামি, রাহুল সিং
Odisha Wicketkeeper Aashirwad Swain Replaces Ishan Kishan In East Zone Duleep Trophy Squad