Odisha FC: যুবভারতীতে খেলতে পারবেন না ওডিশার দাপুটে ফুটবলার, কী পরিকল্পনা লোবেরার?

আইএসএলের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে সার্জিও লোবেরার ওডিশা।…

Odisha FC Carlos Delgado

আইএসএলের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে সার্জিও লোবেরার ওডিশা। যারফলে, দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে তাদের।

Advertisements

তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ থাকায় বেশ কিছুটা চাপ থাকবে আহমেদ জাহুদের। আসলে বাকি সবাইকে পিছনে ফেলে এবারের এই ফুটবল টুর্নামেন্টে‌ সর্বাধিক জনপ্রিয় দল থেকেছে ময়দানের এই প্রধান। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থন অনেক বড় ফ্যাক্টর হতে চলেছে। তাছাড়া এই ম্যাচের কথা মাথায় রেখেই বেশ কিছু বদল আসতে পারে ওডিশার একাদশে।

Advertisements

গত ম্যাচে লাল কার্ড দেখার দরুন খেলতে পারবেন না কার্লোস ডেলগাডো। এই স্প্যানিশ ডিফেন্ডারের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে ওডিশা দলে। এক্ষেত্রে মুর্তাজা ফলের উপর থাকতে চলেছে বাড়তি দায়িত্ব। এছাড়াও জেরি লালরিনজুয়ালার দিকেও তাকিয়ে থাকবে সকলে। মোহনবাগানের শক্তিশালী আপফ্রন্টকে রুখে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য লোবেরার। সেজন্য সুপার সাবে ভারতীয় ডিফেন্ডার নরেন্দর গেহলটকে ও নামানোর কথা ভাবতে পারেন তিনি। যদিও কোন কিছুই এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন কোচ।

অন্যদিকে, গত ম্যাচের মতই গোল তুলে নেওয়ার জন্য শুরু থেকেই খেলতে দেখা যেতে পারে ফিজির ম্যাজিশিয়ান রয় কৃষ্ণাকে। শক্তি বাড়াতে মাঠে নামাতে পারেন ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিওকে।