মরসুম শুরু হওয়ায় পর নতুন ফুটবলারকে দলে নিল ওড়িশা এফসি (Odisha FC)। আক্রমণভাগে শক্তি বাড়াতে তরুণ ভারতীয় স্ট্রাইকারকে দলে নিয়েছে ক্লাব। মুম্বই সিটি এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তরুণ এই ফুটবলারের।
বৃহস্পতিবার প্রাঞ্জল ভূমিজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল মুম্বই সিটি এফসি। মুম্বই সিটির পক্ষ থেকে রিলিজ করার খবর প্রকাশের কিছুক্ষণ পরেই ওড়িশা এফসির তরফে দেওয়া হয় সই সংবাদ।
✋🏻 ⚪️🔴⚫️ ➡️ 🟣⚫️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #WelcomePranjal pic.twitter.com/w1v2rs9Xu1
— Odisha FC (@OdishaFC) October 26, 2023
২০১৭ সালের আগস্টে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রথম সুযোগ পেয়েছিলেন প্রাঞ্জল ভূমিজ। কয়েকটি ম্যাচে খেলেছিলেন দেশের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। ওই বছরেই মুম্বই সিটি এফসি দলে নিয়েছিল তাকে। স্ট্রাইকার বলা হলেও উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন প্রাঞ্জল।
মুম্বই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বেশ কিছু ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। টানা ছয় মরসুম ছিলেন বাণিজ্য নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাবে। কোচির মাঠে প্রাঞ্জলের করা দুরন্ত গোল অনেকের এখনও হয়তো মনে রয়েছে। ধারাবাহিকভাবে সুযোগ পেলেও নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি অসমের এই ফুটবলার।
6⃣ memorable seasons, an iconic 'double' and 𝘁𝗵𝗮𝘁 stunner in Kochi – truly one of #AamchiCity's very own 🩵
We wish you the best for everything the future holds, Pranjal! 👏#ThankYouPranjal #MumbaiCity 🔵 pic.twitter.com/yVpp3F8eRr
— Mumbai City FC (@MumbaiCityFC) October 26, 2023
২০২২-২৩ মরসুমে লোনে পাঠানো হয়েছিল পাঞ্জাব এফসিতে। সেখানেও বেশ কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন। এখন প্রাঞ্জল ভূমিজের বয়স ২৪। কেরিয়ার এখনও অনেকটা বাকি। আগামী দিনে কোন ক্লাবে সই করেন সে দিকে ভারতীয় ফুটবল প্রেমীদের নজর থাকবে।