HomeSports NewsEast Bengal FC : আক্রমণের ঝাঁঝে মশালের তেজ বাড়লেও স্বপ্ন ভাঙল রক্ষণভাগ

East Bengal FC : আক্রমণের ঝাঁঝে মশালের তেজ বাড়লেও স্বপ্ন ভাঙল রক্ষণভাগ

- Advertisement -

প্রথমার্ধের খেলা শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। দলের তারকা খেলোয়াড় দিমিত্রিয়স ডায়ামান্টাকোস ও সল ক্রেসপো শুরুতেই কয়েকটি দারুণ গোলের সুযোগ সৃষ্টি করেন। কিন্তু ম্যাচের দ্বিতীয় মিনিটে সল ক্রেসপোর হেড গোল বাতিল হয় অফসাইডের জন্য। এরপর, ৯ মিনিটে বিষ্ণুর পাস মিস করে গোলের সুযোগ হাতছাড়া করেন ডায়ামান্টাকোস। ১১ মিনিটে ইস্টবেঙ্গলের আক্রমণভাগে আবারও একই ঘটনা ঘটে, যেখানে একটি সহজ সুযোগ নষ্ট হয়।

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় সপ্তাহে মুখোমুখি কোন দল

   

ওডিশা এফসির (Odisha FC) পক্ষ থেকে ১২ মিনিটে গোলের সুযোগ তৈরি হয়, তবে রয় কৃষ্ণকে রুখে দেন লাল-হলুদের হিজাজি মাহের। ২০ মিনিটে রয় কৃষ্ণ অফসাইডের ফাঁদে পড়ে যান, কিন্তু ২২ মিনিটে তিনি ব্যবধান গড়ে দেন এবং দলের জন্য প্রথম গোলটি করেন। ২৭ মিনিটে মাদিহ তালাল একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন।

পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিংটোর

ম্যাচের ৩৬ মিনিটে রয় কৃষ্ণ দ্বিতীয় গোল করার চেষ্টা করেন, কিন্তু রেফারির অফসাইডের ঘোষণা সেই আশা নষ্ট করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং দিমিত্রিয়স ডায়ামান্টাকোস সেই পেনাল্টি থেকে গোল করেন। ফলে প্রথমার্ধের শেষে ফলাফল ১-১। ম্যাচের দ্বিতীয়ার্ধে কীভাবে উভয় দল নিজেদেরকে প্রমাণ করে, সেটাই দেখার।

 

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular