ফের কান্তিরাভায় ধাক্কা খেল বেঙ্গালুরু এফসি। সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল সুনীল ছেত্রীর দল। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। এদিন ওডিশার জার্সিতে জোড়া গোল করে যান দিয়াগো মাউরিসিও। পাশাপাশি একটিমাত্র গোল পান জেরি মাউহিমিংথাঙ্গা। অপরদিকে বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেন এডগার মেন্ডেজ এবং সুনীল ছেত্রী।
তবে ম্যাচের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশার। প্রথম মিনিট থেকেই ঘনঘন আক্রমণ শানাতে শুরু করেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা।যা সামাল দিতে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল ওডিশা ডিফেন্ডারদের। তারপর ম্যাচের ১০ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল ধরে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন এডগার মেন্ডেজ। তারপর দুরপাল্লার শট নিয়ে বল জালে জড়িয়ে দেন এই বিদেশি ফুটবলার। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম গোলের ঠিক কিছু মিনিটের মধ্যে ফের আক্রমণে উঠে আসে বেঙ্গালুরু।
এবার স্কিল ফুল ফুটবল খেলে গোল তুলে নেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায় সুনীল ছেত্রী। তারপর থেকে যত সময় এগিয়েছে ততই প্রভাব বিস্তার করতে শুরু করে বেঙ্গালুরু এফসি। তাছাড়া ঘরের মাঠে ম্যাচ থাকায় সমর্থকদের উন্মাদনা ও ছিল চরমে। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ওডিশা। ইতিমধ্যেই ম্যাচের ২৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেঙ্গালুরুর তারকা ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিককে। তারপর পেনাল্টি আদায়। সেখান থেকেই গোল করে ব্যবধান কমিয়ে যান ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিওরা।
কিন্তু শুধু একটি পেনাল্টি নয়। ব্যবধান কমানোর পর ম্যাচের তৃতীয় কোয়ার্টারে আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন রোশন সিং। ফের পেনাল্টি। সেখান থেকে আবার গোল করে যান দিয়াগো। প্রথমার্ধের শেষে বজায় থাকে এই অমীমাংসিত ফলাফল। তারপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হুগো বুমোসের ভাসানো বল থেকে গোল করে যান জেরি। শেষ পর্যন্ত তাঁর করা গোলেই জয় সুনিশ্চিত করে ফেলে আহমেদ জাহুরা। অপরদিকে, ঘরের মাঠে এই ম্যাচ পরাজিত হওয়ার ফলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানেই থাকল বেঙ্গালুরু। যারফলে প্রথম স্থানে থাকা মোহনবাগানের সঙ্গে সমান সংখ্যক ম্যাচ খেলে প্রায় ৯ পয়েন্টে পিছিয়ে থাকল সুনীল ব্রিগেড।