চলতি ফুটবল মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। হতাশাজনক ভাবে শুরু করতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। পরাজিত হতে হয়েছিল প্রথম দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ওডিশা ফুটবল দল। বর্তমানে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে এই ফুটবল দল। দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছে আহমেদ জাহুরা। প্রথমেই তাঁরা পরাজিত করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে।
যদিও তাঁর পরের ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশা এফসির। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে আটকে দেয় হুগো বুমোসরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই আগামী মাসে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করতে চাইবে ওডিশা। কিন্তু তাঁর আগেই এবার বড়সড় চমক দিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। এক তরুণ গোলরক্ষককে দলে টানল আইএসএলের এই ফুটবল ক্লাব। তিনি মানস দুবে।
চলতি সিজনের প্রথম থেকেই শিলং লাজং এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই গোলরক্ষককে। বিশেষ করে ডুরান্ড কাপে তাঁর পারফরম্যান্স তাঁক লাগিয়ে দিয়েছিল সকলকে। পরবর্তীতে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগে ও যথেষ্ট নজর কাড়েন উত্তর প্রদেশের এই গোলরক্ষক। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে দলে টেনেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। যতদূর খবর দীর্ঘমেয়াদি চুক্তিতে ওডিশার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মানস দুবে। সব ঠিকঠাক থাকলে আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই দলের সঙ্গে শিবিরে যোগদান করবেন তিনি।
সেক্ষেত্রে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে ওডিশার রিজার্ভ বেঞ্চ। গত বৃহস্পতিবার ওডিশা এফসি থেকে গোলরক্ষক কমলজিৎ সিংকে দলে টেনেছিল কেরালা ব্লাস্টার্স। এবার আইলিগের এই ফুটবলারকে দলে টেনে চমক দিল একবারের এই সুপার কাপ জয়ীরা।