মুম্বাইয়ের ঘর ভেঙে অ্যান্টনি ফার্নান্দেসকে নিল ওডিশা, কী বলছেন লোবেরা?

নতুন মরশুমের জন্য স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার (Sergio Lobera) উপরেই ভরসা রেখেছে ওডিশা (Odisha FC) ম্যানেজমেন্ট। তার নির্দেশ মেনেই একের পর এক ফুটবলারদের চূড়ান্ত করেছে…

Anthony Fernandes from Mumbai FC, Coach Sergio Lobera

নতুন মরশুমের জন্য স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার (Sergio Lobera) উপরেই ভরসা রেখেছে ওডিশা (Odisha FC) ম্যানেজমেন্ট। তার নির্দেশ মেনেই একের পর এক ফুটবলারদের চূড়ান্ত করেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। শুধুমাত্র ফুটবলার নয়। একাধিক বদল সাপোর্টিং স্টাফেদের মধ্যে। এমনকি বদল করা হয়েছে তার সহকারী কোচ। আসন্ন আইএসএল মরশুমের জন্য সার্জিও লোবেরার সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টনি ফার্নান্দেসকে (Anthony Fernandes)।

আজ নিজেদের সোশ্যাল সাইট থেকে জানানো হয় সেই কথা। ‌গত সিজনে মুম্বাই সিটি এফসিতে ছিলেন তিনি। মূলত পেট্র ক্র্যাটকির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যান্টনি। তাকেই আনা হয়েছে এই শক্তিশালী ফুটবল ক্লাবে। তাছাড়াও কিছুদিন আগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জয় গ্যাব্রিয়েলকে। বলতে গেলে নয়া ফুটবলারদের পাশাপাশি এবার নয়া কর্মীদের সঙ্গে নিয়েই মরশুমের শুরু করতে চলেছেন লোবেরা।

   

এই প্রসঙ্গে দলের স্প্যানিশ কোচ বলেন, ‘মুম্বাই সিটি এফসিতে তাঁর সাথে কাজ করেছি। আমরা একসাথে সাফল্য অর্জন করেছি। অ্যান্টনি একজন পেশাদার এবং দূর্দান্ত ব্যক্তি। যার সাথে আবার কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তিনি আমাদের যথেষ্ট সাহায্য করবেন।’

আগের সিজনে সুপার কাপ ফাইনালে পরাজিত হলেও আইএসএল জয় করতে মরিয়া ছিল ওডিশা এফসি। কিন্তু মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয় এই ক্লাবকে। সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই বেশ কিছু বদল দেখা যেতে চলেছে ওডিশায়। গত মাসেই একসাথে নিজেদের পাঁচ ফুটবলারকে বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট। ‌

তাদের পরিবর্তে এবার দেখা যেতে চলেছে নতুন মুখ। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে রোহিত কুমারের নাম। ‌ পূর্বে বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ ফুটবলার। এবার তাঁকে দলে টেনেছে দিয়েগো মাউরিসিও’র ক্লাব।