Conditions for Mumbai City FC: বিপিন সিংকে পেতে চায় ওডিশা, কোন শর্তে ছাড়বে মুম্বই?

এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শিল্ড হাতছাড়া হলেও প্রবল দাপটের সাথে এই খেতাব নিশ্চিত করেছে রাহুল ব্রিগেড।…

ATK Footballer Bipin Singh

এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শিল্ড হাতছাড়া হলেও প্রবল দাপটের সাথে এই খেতাব নিশ্চিত করেছে রাহুল ব্রিগেড। তাই আগামী মরশুমে এএফসি কাপ খেলতে দেখা যাবে এই ফুটবল দলকে। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রনবীর কাপুরের দল।

সেজন্য, মরশুমের শেষেই দলের কোচ পেট্রো ক্র্যাটকির সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই এই কিরঘিজ কোচের সাথে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার উপস্থিতি আগামী দিনে দলকে যে আরো মজবুত করে তুলবে তা নিঃসন্দেহে বলাই চলে। কিন্তু মরশুম শেষ হতেই মুম্বাইয়ের ঘর ভেঙে একের পর এক দাপুটে ফুটবল ক্লাব।

   

নতুন মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সিতে দেখা যাবে পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি মত আরো বেশ কয়েকজন ফুটবলারকে‌। এছাড়াও দল ছাড়তে চলেছেন এবারের অধিনায়ক রাহুল ভেকে। যতদূর খবর, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত হবেন এই ভারতীয় তারকা। এছাড়াও তাদের দলের অন্যতম দাপুটে ফুটবলার বিপিন সিংয়ের দিকে শুরু থেকেই নজর রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসির। আগের মরশুমে সুপার কাপ জিতলেও এ বছর কার্যত খালি হাতেই মরশুম শেষ করতে হয়েছে সার্জিও লোবেরার দলকে। কিন্তু নতুন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জগন্নাথের রাজ্যের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

Mumbai City FC, Bipin Singh

কিন্তু মুম্বাইয়ের এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু জটিলতা। আসলে, নতুন সিজনে আবারো নতুন করে সেজে উঠতে চলেছে পেট্রো ক্র্যাটকির ফুটবল ক্লাব। সেক্ষেত্রে, ট্রান্সফার ফি এর মাধ্যমে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের অন্যত্র পাঠিয়ে তরুণ ফুটবলারদের দলে টানাই একমাত্র লক্ষ্য ম্যানেজমেন্টের। এক্ষেত্রে, বিরাট অঙ্কের অর্থের ভিত্তিতে বিপিন সিংকে অন্য ক্লাবে পাঠাতে চায় এবারের আইএসএল জয়ীরা। তাই ওডিশা এফসির তরফ থেকে বিপিনের দিকে নজর থাকলেও ট্রান্সফার ফিয়ের পরিমাণের কথা মাথায় রেখে আদৌ তা কতটা সম্ভব হয় সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।