আইএসএলে অনিশ্চিত ওডিশা, ফেডারেশনের কাছে বাড়তি সময় চাইল ম্যানেজমেন্ট

odisha-fc-participation-uncertain-isl-season

দিনকয়েক আগেই ঘোষণা হয়েছে আইএসএলের দিনক্ষণ (Odisha FC)। সেই অনুযায়ী এবার হাতে রয়েছে মাত্র কটা দিন। তারপর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সর্বভারতীয় ফুটবল লিগ। সেইমতো নিজেদের মতো করে প্রস্তুতি চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মতো দল গুলি।

এছাড়াও টুর্নামেন্টে দল নামানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। তবে এসবের মাঝেই ওডিশা এফসির অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী একাধিক ফুটবল ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিলেও এখনও পর্যন্ত মতামত জানায়নি ওডিশা।

   

BSF-এর সতর্কতায় সীমান্তে ড্রোন হামলার বিপদ কাটল

বিশেষ সূত্র মারফত খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন গত শুক্রবার বিকেলের মধ্যেই কতৃপক্ষকে নিজেদের অবস্থান স্পষ্ট করার কথা জানালেও সেটা সম্ভব হয়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল দলের পক্ষে। জানা গিয়েছে, এআইএফএফ এর কাছে নিজেদের সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় চাওয়া হয়েছে সুপার কাপ জয়ী এই ফুটবল ক্লাবের তরফে‌। সেক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়ার কথা বলা হয় তাঁদের তরফে‌। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে এই দলের অবস্থান।

সেক্ষেত্রে ওডিশা এফসি এবার অংশগ্রহণের থেকে বিরত থাকলে আইলিগ খেলা কোনও দলকে সুযোগ দেওয়া হতে পারে আইএসএলে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি আলোচনা সাপেক্ষ। বলাবাহুল্য, শেষ সিজনটা একেবারেই ভালো যায়নি ওডিশা এফসির।

দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে প্রথম থেকেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ধাক্কা খেতে হয়েছিল প্রথম দুইটি ম্যাচে। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল।

কিন্তু পরবর্তীতে আর সুপার সিক্সে ওঠা সম্ভব হয়নি। এমনকি গত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যেটা ভালোভাবে নেয়নি সমর্থকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন