Saturday, December 6, 2025
HomeSports NewsSergio Lobera: ওডিশা এফসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেন লোবেরা!

Sergio Lobera: ওডিশা এফসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেন লোবেরা!

- Advertisement -

ওডিশা এফসিকে নিয়ে এবার প্রচুর জল্পনা। বাজেট কমানো থেকে শুরু করে কোচ বদল, ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবকে ঘিরে আলোচনার শেষ নেই। সম্প্রতি যা আপডেট, তাতে অচিরেই অনেক জল্পনার অবসান হতে পারে। ওডিশা এফসিতেই থাকতে পারেন হেড কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)।

Advertisements

ইস্টবেঙ্গল এফসির বদলে ওডিশা এফসিকে বেছে নিয়েছিলেন সের্জিও লোবেরা। সদ্য শেষ হওয়ার আইএসএল মরসুমের জন্য বড় বাজেটের দল গঠন করেছিল ক্লাব। ওডিশা এফসি কর্ণধার রোহন শর্মা নিজে জানিয়েছেন, নতুন মরসুমেও বাজেট কমানোর কোনো ভাবনা নেই।

   

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরো দাবি করা হচ্ছে, ওডিশা এফসির সঙ্গেই যুক্ত থাকতে চলেছেন অভিজ্ঞ সের্জিও লোবেরা। সব ঠিক থাকলে ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আলোচিত এই কোচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, ওডিশা এফসির সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করতে পারেন লোবেরা। আগের থেকে উচ্চ প্যাকেজে তাঁকে ধরে রাখতে পারে ক্লাব। দাবি অনুযায়ী, নতুন চুক্তিপত্রে সই সম্পন্ন হলে এই মুহূর্তে লোবেরাই হতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে দামী কোচ। যদিও দল গঠন কিংবা কোচের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু প্রকাশ্যে জানানো হয়নি।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular