ইস্টবেঙ্গলের এই তরুণ ফুটবলারের দিকে নজর ওডিশা সহ একাধিক ক্লাবের

Odisha FC may sign East Bengal young Footballer Nishu Kumar 

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) বর্তমান পরিস্থিতি একেবারেই সুখকর নয়। মাঠে যেমন খারাপ পারফরম্যান্স, তেমনি মাঠের বাইরে ক্লাবের অন্দরে চলছে নানা ধরনের টানাপোড়েন। ইন্ডিয়ান সুপার লিগ (ISL), এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপে হতাশাজনক ফলাফলের পর, এবার দল গঠনের দিকেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন অবস্থায় আরও এক বড় ধাক্কা খেতে পারে লাল হলুদ শিবির। কারণ ইস্টবেঙ্গলের (East Bengal ) গুরুত্বপূর্ণ ফুটবলার নিশু কুমারকে (Nishu Kumar) নিয়ে আগ্রহ দেখতে পারে প্রতিদ্বন্দ্বী ক্লাব ওডিশা এফসি (Odisha FC)।

ধোনির তরুণ ব্রিগেডের সামনে বাঁচা-মরার লড়াইয়ে KKR ?

   

গত মরসুমের শুরুতে বহু প্রতীক্ষার পর ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ডিফেন্ডার নিশু কুমার। ভারতের জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। কিন্তু নানা কারণে লাল-হলুদ জার্সিতে তাঁর পারফরম্যান্স কখনওই ধারাবাহিকতা পায়নি। একদিকে চোট-আঘাত, অন্যদিকে সঠিক জায়গায় খেলার সুযোগ না পাওয়া — সব মিলিয়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি নিশু। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

অন্যদিকে, ওদিশা এফসি বর্তমানে কলকাতা ময়দানের এই প্রধানের তুলনায় বেশ ভালো ছন্দে রয়েছে। দল হিসেবে তারা বেশ গোছানো এবং কোচ সার্জিও লোবেরার অধীনে তৈরি হয়েছে একটি শক্তিশালী ইউনিট। এই অবস্থায় আগামী মরসুমের আগে দলে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন করতে চাইছে তারা। সেই তালিকাতেই উঠে এসেছে নিশু কুমারের নাম। ফুটবল বিশেষজ্ঞদের মতে, নিশুর অভিজ্ঞতা এবং ডিফেন্সিভ স্কিল ওডিশা এফসির জন্য কার্যকরী হতে পারে। তাই তাঁর প্রতি আগ্রহ দেখানো অস্বাভাবিক নয়।

অন্তিম লগ্নে ‘অপারেশন সিঁদুরে’র প্রভাব পড়ছে আইপিএলে? বড় সিদ্ধান্ত নিল BCCI

তবে এখানেই শেষ নয়। খবর অনুযায়ী, শুধু ওডিশা এফসি নয়, আরও বেশ কিছু আইএসএল ক্লাব নিশুর পরিস্থিতির উপর নজর রাখছে। কারণ, চলতি মাসের শেষেই তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনো পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে তাঁর সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়ছে যে, নিশু হয়তো লাল হলুদ ছেড়ে নতুন ঠিকানার খোঁজে রয়েছেন।

মানোলোর আতসকাঁচে জাতীয় দলে সুযোগ তিন তরুণ তুর্কির!

এদিকে, ইস্টবেঙ্গল শিবিরে এখন চলছে টানা ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই। ক্লাবের কোচ অস্কার ব্রুজো ও কর্তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। ক্লেটন সিলভার মতো বড় বিদেশি স্ট্রাইকার ইতিমধ্যেই ক্লাব ছেড়ে গিয়েছেন কোচের সাথে মতবিরোধের কারণে। সেই সঙ্গে একাধিক বিদেশি ফুটবলারদের ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় যদি নিশু কুমারের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলারকেও হারাতে হয়, তাহলে তা নিঃসন্দেহে দলের ওপর বড় প্রভাব ফেলবে।

যুদ্ধ আবহে ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কায় IPL ২০২৫! বদলাতে পারে ট্রাভেল প্ল্যান

তবে সমর্থকদের একটা অংশ মনে করছেন, নিশুর মধ্যে এখনও সেই সম্ভাবনা রয়েছে যা সঠিক ব্যবহার করলে দলে কার্যকরী অবদান রাখতে পারেন। তাই তাঁকে ছাড়ার আগে ক্লাব কর্তাদের ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। বিশেষ করে যখন ক্লাবের রক্ষণভাগ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, তখন এমন একজন অভিজ্ঞ ফুটবলারকে ছেড়ে দেওয়া হিতে বিপরীত হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleধোনির তরুণ ব্রিগেডের সামনে বাঁচা-মরার লড়াইয়ে KKR ?
Next articleজম্মু কাশ্মীরবাসীদের অভয় দিয়ে বৈঠকে ওমর আবদুল্লাহ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।