ম্যাচ (ATK Mohun Bagan) শেষে চলছিল ইন্টারভিউ। সবে প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন ওড়িশা এফসি’র সেবাস্তিন। এমন সময় এসে হাজির ‘জেনারেল আলাদীন’।
ওড়িশার বিরুদ্ধে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি এটিকে মোহন বাগান। অমীমাংসিত ম্যাচ। অন্য দিকে প্রবল প্রতিপক্ষকে রুখে দিয়ে কিছুটা স্বস্তি ওড়িশা শিবিরে। ম্যাচের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন সেবাস্তিন।
মরশুমের শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না ভারতের এই তরুণ ফুটবলার। প্রথম একাদশের বাইরে থাকতে হয়েছে বহু ম্যাচে। সেখান থেকে কামব্যাক, ম্যাচ সেরা। কেমন অনুভূতি? করা হয়েছিল প্রশ্ন। সেবাস্তিন সবে উত্তর দিয়েছেন-খুব ভালো। তখনই তাঁর কাঁধে হাত রাখলেন একজন। সেবাস্তিন চমকে উঠেছিলেন। পরে বুঝলেন এই ব্যাক্তি আর কেউ নন, ‘জেনারেল আলাদীন’।
এবারের মতো ওড়িশার সঙ্গে পথ চলা শেষ হল লিরিদন ক্রাস্নিকের। মালয়েশিয়ার ফুটবলার তিনি। লোনে এসেছিলেন ওড়িশা এফসিতে। এবারের মতো মরশুম শেষ । এবার ঘরে ফেরার পালা। ষোলো ম্যাচ খেলেছেন তিনি। দলের পারফরম্যান্স আরও একটু ভালো হবে আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হচ্ছে তাঁকে। মন খারাপ লিরিদনের। চোখে জল। মুছে দিলেন সেবাস্তিন।