রয় কৃষ্ণার বিকল্প হিসেবে কে আসবেন ওডিশায়? এবার নজরে এই বিদেশি

স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার দায়িত্ব গ্ৰহনের পর থেকেই বদলে গিয়েছে ওডিশা এফসি। গত বছর থেকেই একেবারে নতুন করে সেজে উঠতে শুরু করে জগন্নাথের রাজ্যের এই…

Odisha FC Eyes Brazilian Forward Dorielton Gomes as Roy Krishna Replacement

স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার দায়িত্ব গ্ৰহনের পর থেকেই বদলে গিয়েছে ওডিশা এফসি। গত বছর থেকেই একেবারে নতুন করে সেজে উঠতে শুরু করে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।‌ তারপর থেকে সময় যত এগিয়েছে ততই অনবদ্য পারফরম্যান্স থেকেছে আইএসএলের এই দলের। গতবারের সুপার কাপের ফাইনালে উঠেও শেষ রক্ষা করতে পারেনি এই ফুটবল দল। তাঁদের পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। সেই সমস্ত ধাক্কা ভুলে চলতি মরসুমে সাফল্য পেতে মরিয়া সার্জিও লোবেরার ছেলেরা।

   

Also Read | ভারতীয় ফুটবল ভবিষ্যৎ নিয়ে ‘বিস্ফোরক’ সুনীল ছেত্রী

শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে যত ম্যাচ এগিয়েছে ছন্দে ফিরেছে এই ফুটবল ক্লাব। বর্তমানে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম স্থানে রয়েছে ওডিশা এফসি। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে হলেও তাঁর আগে শক্তিশালী বেঙ্গালুরু এবং হায়দরাবাদ এফসির দলের বিপক্ষে বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও রয় কৃষ্ণার (Roy Krishna) অনুপস্থিতি যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে।

Also Read | খারাপ পারফরম্যান্সের জেরে ম্যাচ বয়কটের পরিকল্পনায় ব্লাস্টার্স সমর্থকরা

বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচের পর আর মাঠে নামা সম্ভব হয়নি ফিজির এই হেভিওয়েট ফুটবলারের।প্রথমদিকে তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে সামনে আসে গোটা পরিস্থিতি। বর্তমানে এসিএল ইঞ্জুরিতে রয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের এই দাপুটে ফরোয়ার্ড। যারফলে চলতি সিজনে আর একটি ম্যাচ ও খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা। তাঁর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলছে দলের আক্রমণভাগে। সেজন্য সব দিক মাথায় রেখেই বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read | বঙ্গ ক্রিকেটে শামির ম্যাজিক! কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা

এক্ষেত্রে গত কয়েকদিন ধরেই উঠে আসতে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল দলের বর্তমান অধিনায়ক ক্লেটন সিলভার নাম। বিভিন্ন মাধ্যমে সূত্রে জানা গিয়েছিল, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদ থেকে লোন ডিলে ক্লেটন সিলভাকে সই করাতে চাইছে ওডিশা। যদিও এখনও পর্যন্ত শিলমোহর পড়েনি সেই তথ্যে। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করল আরেক বিদেশি ফুটবলারের নাম। তিনি ডরিয়েল্টন গোমেজ। বর্তমানে ফোরসা কোচির সঙ্গে যুক্ত রয়েছেন বছর চৌত্রিশের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পূর্বে খেলে গিয়েছেন বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসে। মনে করা হচ্ছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রয় কৃষ্ণার বিকল্প হিসেবে হয়তো এই ফুটবলারকে দেখে নিতে চাইবে ওডিশা এফসি।

Odisha FC is scouting Brazilian forward Dorielton Gomes as a potential replacement for Roy Krishna, sidelined with an ACL injury. Explore the latest ISL transfer news and updates.