ভারতীয় উইঙ্গারের দিকে নজর ওডিশা এফসির, জানুন

গতবারের মতো এবারও সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নতুন মরসুম শুরু করেছে ওডিশা এফসি (Odisha FC)। শেষ সিজনে অনবদ্য লড়াই করে ও চূড়ান্ত সাফল্য পায়নি আইএসএলের এই…

Kerala Blasters' Rahul KP

গতবারের মতো এবারও সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নতুন মরসুম শুরু করেছে ওডিশা এফসি (Odisha FC)। শেষ সিজনে অনবদ্য লড়াই করে ও চূড়ান্ত সাফল্য পায়নি আইএসএলের এই হেভিওয়েট দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সেই ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছে। সেজন্য সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের সই করায় জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। কিন্তু তবুও শুরুটা ভালো হয়নি ওডিশার। পরাজিত হতে হয়েছিল আইএসএলের প্রথম দুইটি ম্যাচ।

Also Read | কলিঙ্গের মাঠে বর্ষবরণের পার্টি করল মানোলোর গোয়া

   

যদিও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই পুরনো ছন্দে ফিরতে থাকে সার্জিও লোবেরার ছেলেরা। বর্তমানে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে একবারের সুপার কাপ জয়ীরা। সেখান থেকে পয়েন্ট বাড়িয়ে আরও কিছুটা উপরে উঠে আসা সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি হুগো বুমোসরা। শনিবার বিকেলে নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত হয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দলের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকল সমর্থকদের। তবে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।

Rahul KP

Also Read | মুম্বাই ম্যাচের আগে নতুন বিপদ ইস্টবেঙ্গল শিবিরে

সেক্ষেত্রে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে বেশ কিছু বদল আনতে মরিয়া ওডিশা ম্যানেজমেন্ট। বিশেষ করে দলের আক্রমণভাগকে আরও মজবুত করতে চান স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা‌। সেজন্য তাঁর পছন্দ অনুযায়ী একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে রাহুল কেপির নাম। বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় উইঙ্গার। ইতিমধ্যেই সেই দলের জার্সিতে খেলে ফেলেছেন এগারোটির ও বেশি ম্যাচ।

Also Read | সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন অজি অধিনায়ক

যার মধ্যে একটি গোল করেছেন রাহুল। বিশেষ সূত্র মারফত খবর, এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নিতে যথেষ্ট আগ্ৰহী ওডিশা এফসি। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তাই সব ঠিকঠাক থাকলে আগামী তিনটি মরসুমের জন্য এই ভারতীয় তারকাকে দলে সই করাতে পারে জগন্নাথের রাজ্যের ক্লাব।