Odisha FC: প্রতিক্ষার অবসান, মুর্তাজা ফলকে চূড়ান্ত করল ওডিশা এফসি

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে নয়া বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করল ওডিশা এফসি (Odisha FC)। আগামী আইএসএল মরশুমে দলের জার্সিতে রক্ষনভাগ সামলাবেন মুর্তাজা ফল (Mourtada…

Mourtada Fall Transfers to Odisha FC from Mumbai; Excitement Builds for ISL Season

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে নয়া বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করল ওডিশা এফসি (Odisha FC)। আগামী আইএসএল মরশুমে দলের জার্সিতে রক্ষনভাগ সামলাবেন মুর্তাজা ফল (Mourtada Fall)। বিগত কয়েকদিন ধরেই তার দলের আসার খবর নিয়ে জোর জল্পনা দেখা দিয়েছিল দলবদলের বাজারে। অবশেষে তাতেই পড়ল শিলমোহর।

গত মরশুমে মুম্বাই সিটি এফসির দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। ছিলেন দলের অধিনায়ক, কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্সে খুব একটা খুশি হয়নি মুম্বাই সেকারনে এবার ছাটাই করে দেওয়া তাদের তরফে। সেই সুযোগ কাজে লাগিয়েই নিজের পুরোনো ছাত্রকে দলে টেনে নিলেন লোবেরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মুম্বাই সিটি এফসির আরেক তারকা ফুটবলার কে সই করিয়েছিল ওডিশা। তিনি আহমেদ জাহু। বলাবাহুল্য, এই মরোক্কান মিডফিল্ডারের উপর ভরসা করেই এতদিন দলের মাঝমাঠ সাজিয়ে এসেছিল মুম্বাই। এবার তাকে ও ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে। অপরদিকে তার পুরোনো গুরু সার্জিও লোবেরা এসেছেন ওডিশা এফসির দায়িত্বে। তাই সুযোগ বুঝে নিজের আরেক ছাত্র কে দলে টেনে নেন স্প্যানিশ কোচ। একটা সময় সার্জিও লোবেরার হাত ধরেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিলেন ফল ও আহমেদ জাহুরা। এবারে ও এই কোচের হাত ধরেই ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে তাদের।

Advertisements

গত মরশুম খুব একটা খারাপ কাটেনি ওডিশা দলের। আইএসএলে নকআউট পর্ব থেকে ছিটকে গেলেও সবাই কে চমকে দিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় নন্দকুমাররা। তবে লোবেরা দলের দায়িত্ব নিতেই বদলে যেতে শুরু করে দলের চেহারা। গত আইএসএল মরশুমে খেলে যাওয়া দলের একাধিক তারকাদের বিদায় জানাতে শুরু করে সুপার কাপ জয়ী এই দল।

যাদের মধ্যে রয়েছেন নন্দকুমার শেখর, সাউল ক্রেসপোর মতো তারকারা। তাদের বদলে নিজের পুরোনো ছাত্রদের ফেরানোর কাজ শুরু করা হয় ম্যানেজমেন্টের তরফে। সেই পরিকল্পনা নিয়েই এবার মন্দার কে চূড়ান্ত করার ভাবনা ওডিশার।