Odisha FC: প্রাক মরশুমের জন্য এবার ব্যাংককে রয়কৃষ্ণা-সহ গোটা ওডিশা দল

গত আইএসএল মরশুমটা খুব একটা ভালোভাবে না কাটলেও পরবর্তীতে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে সকলকে চমকে দিয়ে দাপুটে পারফরম্যান্স নিয়ে প্রথমবারের মতো এই ট্রফি জয় করে ওডিশা (Odisha FC) দল।

roy krishna odisha fc

গত আইএসএল মরশুমটা খুব একটা ভালোভাবে না কাটলেও পরবর্তীতে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে সকলকে চমকে দিয়ে দাপুটে পারফরম্যান্স নিয়ে প্রথমবারের মতো এই ট্রফি জয় করে ওডিশা (Odisha FC) দল। পরবর্তীতে দলের অন্তর্বর্তীকালীন কোচ ক্লিফোর্ড মিরেন্ডাকে সরিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে দলে আনে ওডিশা। একটা সময় তার হাত ধরেই হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি।

তবে পরবর্তীতে সিটি গ্রুপের নির্দেশে বিদেশে চলে যান তিনি। শেষ মরশুমে চিনের সিচুয়ান ফুটবল দলের দায়িত্বে থাকলেও নতুন মরশুমে ফের ভারতে আসতে আগ্ৰহ প্রকাশ করেন লোবেরা। যারফলে, ওডিশা এফসি থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের মতো ক্লাবের তরফ থেকেও নিয়মিত যোগাযোগ রাখা হয় এই হাইপ্রোফাইল কোচের সঙ্গে। একটা সময় কলকাতার অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল এই দৌড়ে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত ওডিশা দলের সঙ্গেই যুক্ত হন সার্জিও লোবেরা।

   

তারপর থেকেই রীতিমতো ভোল পাল্টাতে শুরু করেছে গোটা দলের। দলের পুরোনো তারকাদের মধ্যে দিয়াগো মরিসিও থেকে শুরু করে আর বেশ কয়েকজন ফুটবলারদের রাখা হলেও অধিকাংশ খেলোয়াড়দের ছাঁটাই করে ফেলা হয়। তাদের বদলে দলে আসেন সার্জিও লোবেরা একাধিক পুরোনো ছাত্ররা। যাদের মধ্যে রয়েছেন মুম্বাই সিটি এফসির দুই তারকা ফুটবলার আহমেদ জাহু ও মুর্তাজা ফল। গত ফুটবল মরশুমে মুম্বাই দলের হয়ে খেললেও লোবেরা ভারতে ফিরতেই নিজেদের পুরোনো গুরুর কাছে ফিরে যান দুজনেই। তবে সেখানেই শেষ নয়। দলবদলের বাজারে সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত ওডিশা এফসিতে যোগদান করেন, আইএসএলের অন্যতম দাপুটে ফুটবলার রয়কৃষ্ণা।

লোবেরার তত্ত্বাবধানে গতবারের তুলনায় দল যে আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে তা কিন্তু বলাই চলে। সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে হিরো আইএসএলের নতুন মরশুম। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে অনেক আগে থেকেই গোটা দল নিয়ে বিদেশে অনুশীলন শুরু করে দিয়েছিল মুম্বাই সিটি। এবার নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে থাইল্যান্ডে প্রাক মরশুমের প্রস্তুতি শুরু করল ওডিশা দল। আজ সকালে সোশ্যাল সাইট থেকে নিজের একটি ছবি আপলোড করে ঠিক তেমনটাই ইঙ্গিত দিলেন ফিজিয়ান তারকা রয়কৃষ্ণা।