AFC Cup: মোহনবাগানকে পাত্তাই দিচ্ছেন না সের্জিও লোবেরা

মাঝে আর সপ্তাহখানেকের ব্যবধান। তারপর AFC প্রতিযোগিতার (AFC Cup) ম্যাচে মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC ) এবং মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।

Sergio Lobera, Spanish football coach

মাঝে আর সপ্তাহখানেকের ব্যবধান। তারপর AFC প্রতিযোগিতার (AFC Cup) ম্যাচে মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC ) এবং মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ম্যাচের আগে দুই দলই রয়েছে চনমনে মেজাজে। মোহন বাগান সুপার জায়ান্টকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ওড়িশা এফসি কোচ সের্জিও লোবেরা।

সম্প্রতি ওড়িশা এফসির মিডিয়া টিমের মুখোমুখি হয়েছিলেন সের্জিও লোবেরা। স্বল্প দৈর্ঘ্যের সাক্ষাৎকারের এই ভিডিও সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। সাক্ষাৎকারের অন্যতম বিষয় ছিল মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে AFC ম্যাচ। প্রতিপক্ষকে এগিয়ে রাখতে নারাজ অভিজ্ঞ কোচ। বরং নিজের দলের ওপর আস্থা রাখছেন তিনি। আগামী মাসের ১৯ তারিখ ম্যাচ।

   

নিজেদের ঘরের মাঠ, কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ খেলবে ওড়িশা এফসি। সমর্থকদের সামনে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। সমর্থকদের সামনে ছেলেরা ভালো খেলবে বলে আত্মবিশ্বাসী সের্জিও লোবেরা। সেই সঙ্গে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনাই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

কিছু দিন আগে থাইল্যান্ড থেকে ফিরেছে ওড়িশা এফসি। এখন নিজেদের পরিকাঠামোয় অনুশীলন করছে দল। থাইল্যান্ডে গিয়ে প্রাক মরসুম প্রস্তুতি যে বেশ ভালই হয়েছে সে কথা সের্জিও লোবেরা আগেও জানিয়েছেন। ওড়িশা এফসি বার্সেলোনা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছিল সেখানে। থাইল্যান্ডের প্রথম সারির দলের বিরুদ্ধেও খেলেছে দল। প্রতি ম্যাচেই অপরাজিত ওড়িশা এফসি। একটিও ম্যাচ না হেরে ব্যাংকক থেকে ভারতে আসার বিমান ধরেছিল ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব।

অন্য দিকে ধারাবাহিক ফর্মের মধ্যে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে উঠে লাগাতার জয় পেয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের সিনিয়র দল। AFC প্রতিযোগিতার ম্যাচের পাশাপাশি Durand Cup-এও অপ্রতিরোধ্য পালতোলা নৌকা।