বিদেশি প্রাক মরসুম প্রস্তুতি সম্পন্ন করতে গিয়েছিল ওড়িশা এফসি। মনোরম আবহাওয়ায় প্রাক মরসুম প্রস্তুতি ভালোয় ভালোয় সম্পন্ন করেছেন রয় কৃষ্ণারা। জুনিয়র দল ভারতের আয়োজিত Durand Cup খেললেও ক্লাবের মূল স্কোয়াড গিয়েছিল থাইল্যান্ডে। সেখান থেকে সম্প্রতি ছেলেরা ফিরেছে। এবার ঘরের মাঠে গা ঘামানোর পালা। তার আগে বড় সিদ্ধান্ত নিলেন ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)।
অনুশীলন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম আলোচিত কোচ সার্জিও লোবেরা। প্রথম দিনের অনুশীলন সবার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ওপেন প্র্যাকটিস সেশন রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। ফলে দর্শকরা চাইলেন দেখে যেতে পারবেন তাদের প্রিয় দল এবং ফুটবলারদের প্রস্তুতি। আজ থেকেই নিজেদের মাঠে অনুশীলন শুরু করতে চলেছে ওড়িশা এফসি। বিকেল ৫ টা থেকে শুরু অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। ওড়িশা ফুটবল অ্যাকাডেমিতে নামবেন মুর্তাদা ফলরা৷
Bhubaneswar Arrival ✅
First Training Session ✅Be there to watch the #KalingaWarriors train live 🥵🔥
📍 OSAP 7th Battalion (Odisha Football Academy)
⏰ 5 PM#OdishaFC #AmaTeamAmaGame pic.twitter.com/eCFATQ8Xxs
— Odisha FC (@OdishaFC) August 26, 2023
এবার ওড়িশা ফুটবল ক্লাবকে কেন্দ্র করে প্রত্যাশা আরও একটু বেশি থাকবে। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ খেতাব না জিতলেও গ্রুপ পর্ব এবং সুপার কাপে ভালো খেলেছিল দল। ধারাবাহিকতার অভাবের জন্য দীর্ঘ মেয়াদী টুর্নামেন্টে সমস্যায় পড়েছিল সৈকত নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। আসন্ন মরসুম শুরু হওয়ার আগে স্কোয়াডে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ইস্টবেঙ্গলের প্রায় নাকের ডগা থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে কোচ সার্জিও লোবেরাকে। তিনি ক্লাবের যোগ দেওয়ার পর এসেছেন ভারতীয় ফুটবলে সফলতা পাওয়া বিদেশি ফুটবলাররা। ইন্ডিয়ান সুপার লীগ ছাড়াও এবার AFC প্রতিযোগিতায় নামতে চলেছে ওড়িশা এফসি। মোহন বাগান সুপার জায়ান্ট, বসুন্ধরা কিংসের মতো দলের বিরুদ্ধে নামতে হবে মাঠে। তার আগে নিজেদের তৈরি করে নেওয়া জরুরি।