Fact check: ইসরো কর্মীদের একদিনেরও বেতন বকেয়া নেই

২৩ শে আগস্ট বুধবার ৬:০৪ নাগাদ ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩। এরপর থেকেই দেশের বিজ্ঞানীরা সর্বত্র প্রশংসিত হচ্ছেন।

isro-scientists

২৩ শে আগস্ট বুধবার ৬:০৪ নাগাদ ইসরোর (ISRO) বিজ্ঞানীদের প্রচেষ্টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩। এরপর থেকেই দেশের বিজ্ঞানীরা সর্বত্র প্রশংসিত হচ্ছেন। এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে গিয়েছে যে চন্দ্রযান-৩-এর সাফল্য এনে দেওয়া বিজ্ঞানীরা ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। চন্দ্রযান-৩ এর অনেক আগে থেকেই এই খবর সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এমনকী শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজ্ঞানীদের বেতন না পাওয়ার অভিযোগ তুলে ধরেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার এই অভিযোগ তিনি তোলেন বিধানসভা অধিবেশনে। অভিযোগ এনে মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ‘‘যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা এত আনন্দ করছি। গর্বের কথা বলছি, সেই বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন। তাঁরাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। ৩২ মাস ধরে বাজেট কাটছাঁট করা হয়েছে।’’

তবে ১৬ আগস্ট পিআইবি-র তরফ থেকে ফ্যাক্ট চেক করে জানানো হয় যে বিজ্ঞানীদের বেতন না পাওয়ার খবর সম্পূর্ণভাবে ভুয়ো। PIB Fact Check তাদের ‘এক্স’ এ সরাসরি পোস্ট করে জানায় যে সমাজমাধ্যমে প্রচার হওয়া খবর সম্পূর্ণ ভুয়ো। সমস্ত বিজ্ঞানীরা প্রতি মাসে তাদের বেতন নিয়মিত পান।

ফেক নিউজের ফলে সমাজে একটি নেতিবাচক প্রভাব ফেলে। এর প্রভাব এতটাই যে অনেক সংস্থা তখন সত্যতা সাধারণের জন্য খুঁজে বার করতে উদ্যোগী হয়। এমনই ফেক নিউজ বিগত কয়েক মাস ধরে ছড়িয়েছে যে ইসরোর বিজ্ঞানীরা ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। অফিসিয়াল সরকারি সোর্স পিআইবি ফ্যাক্ট চেক তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় যে খবরটা ফেক। জানানো হয় যে প্রতি মাসের শেষ দিনে বিজ্ঞানীরা তাদের বেতন পান।

এই ভুয়ো খবরটি কীভাবে শুরু হল? জানা যাচ্ছে ‘The Ranveer Show – TRS Clip’ নামক একটি পডক্যাস্টে পলিটিক্যাল অ্যানালিস্ট এবং কনসাল্টেন্ট তেহসিন পুনাওয়াল্লা জানান যে ইসরোর বিজ্ঞানীরা গত তিন মাস ধরে তাদের বেতন পাননি। তেহসিন পুনাওয়াল্লা অন্যদের রীতিমত চ্যালেঞ্জ ছোঁড়েন তাঁর এই উক্তিকে ভুল প্রমাণ করে দেখাতে। এরপরই পিআইবি ফ্যাক্ট চেক করে তাদের তথ্য সমাজমাধ্যমে প্রকাশ করে।