East Bengal: ইস্টবেঙ্গলকে হারিয়ে খুব খুশি লোবেরা

Advertisements বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে খুশি ওড়িশা এফসির (Odisha FC) কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। ম্যাচটি কলিঙ্গ ওয়ারিয়র্সের পক্ষে ২-১ গোলে…

Odisha fc

Advertisements

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে খুশি ওড়িশা এফসির (Odisha FC) কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। ম্যাচটি কলিঙ্গ ওয়ারিয়র্সের পক্ষে ২-১ গোলে শেষ হয়। এই জয়ের ফলে ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে টানা দশটি ম্যাচে অপরাজিত থাকা ধারা বজায় রাখতে পেরেছে। ওড়িশা এফসির হেড কোচ সের্জিও লোবেরা জয়ের পর নিজের ভাবনার কথা জানিয়েছেন।

   

দুই দল শেষবার কলিঙ্গ সুপার কাপ ২০২৪ এর ফাইনালে মুখোমুখি হয়েছিল। তখন ইস্টবেঙ্গল এফসি লোবেরার দলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল। সেই ম্যাচের ফলাফলের কথা তুলে ধরা হয়েছিল গতকালের খেলা শেষ হওয়ার পর। বদলা নেওয়ার কথা মানতে চাননি ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা।

“আমি প্রতিশোধের কথা ভাবতে চাই না। আমি মনে করি সব দলই কিছু না কিছু করার জন্য খেলছে। আজ আমাদের জন্য তিন পয়েন্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা মরসুমের খুব গুরুত্বপূর্ণ অংশে রয়েছি। আমরা খুব ভালো অবস্থানে আছি এবং এই তিন পয়েন্ট আমাদের জন্য অপরিহার্য।” ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেন, “এই ম্যাচ নিয়ে আমি খুব খুশি।”

তিনি আরও বলেন, “সুপার কাপের ফাইনাল ছিল ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা, ভিন্ন খেলা। আমি আমার দলের পারফরম্যান্সে খুব খুশি এবং খুব ভাল দলের (ইস্টবেঙ্গল এফসি) বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া গিয়েছে।”

Advertisements

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে কলিঙ্গ ওয়ারিয়র্স। বর্তমানে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। পরের দুটো ম্যাচে জিতলেই ওড়িশা এফসি-কে টপকে শীর্ষে উঠতে পারে বাগান। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

লীগ শিল্ড জয়ের প্রসঙ্গে লোবেরা বলেছেন, “আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা খুব ভালো অবস্থানে আছি। আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে হবে… লীগ শিল্ড জয়ের চ্যালেঞ্জ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত।”