সীমিত শক্তি নিয়েই সাদা-কালো বধ করতে চান লোবেরা

গত অ্যাওয়ে ম্যাচটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনবদ্য পারফরম্যান্স করে ও তাঁদের পরাজিত হতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান…

Odisha FC Coach Sergio Lobera

গত অ্যাওয়ে ম্যাচটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনবদ্য পারফরম্যান্স করে ও তাঁদের পরাজিত হতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। শেষ মুহূর্তে গোল করে বাগানের জয় সুনিশ্চিত করে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। যার কোনও জবাব ছিলনা ওডিশা ডিফেন্ডারদের কাছে। এমনকি গোটা ম্যাচ জুড়ে অনবদ্য ফুটবল খেলে ও জয় সুনিশ্চিত করতে ব্যর্থ থেকেছেন গোলরক্ষক অমরিন্দর সিং। যা নিঃসন্দেহে হতাশ করেছিল দলের সকল ফুটবলারদের। বলাবাহুল্য, সেই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট সংগ্রহ করতে পারলে ও আরো অনেকটাই এগিয়ে যেতে পারত এই ফুটবল ক্লাব।

কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে যা পরিস্থিতি তাঁতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে আগামী ম্যাচ গুলিতে জয় সুনিশ্চিত করতেই হবে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবকে। সেক্ষেত্রে অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছে দলের বেশকিছু ফুটবলারদের কার্ড সমস্যা। তাছাড়া গত ম্যাচের আগেই শিবির ছেড়েছেন মরোক্কান তারকা আহমেদ জাহু। যা ব্যাপকভাবে হতবাক করেছিল সকল সমর্থকদের। পাশাপাশি মোহনবাগান ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে তারকা ডিফেন্ডার মুর্তাজা ফলকে। এছাড়াও সমস্যা রয়েছে ইসাক ভানলালরুয়াতফেলার মতো ফুটবলারদের।

kolkata24x7-sports-News

   

Also Read | ইস্টবেঙ্গল এফসির সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়াল সৌভিক 

এই পরিস্থিতিতে জয় পাওয়া যে সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। তবুও সীমিত শক্তি নিয়ে লড়াই করে সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য তাঁদের কাছে। এই প্রসঙ্গেই ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা আমাদের দলের কিছু ফুটবলারকে মিস করব।তবে আমি আমার খেলোয়াড়দের উপর বিশ্বাস করি, এবং যাদেরকে এই ম্যাচে পাওয়া যাবে তাঁদের নিয়েই লড়াই করতে চাই।” অর্থাৎ সমস্ত বাঁধা অতিক্রম করে প্লে-অফ সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য লোবেরার কাছে‌।

এক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও গত কয়েকটি ম্যাচে দল যেভাবে সাফল্য পেয়েছে সেই কথাও তুলে ধরেন এই স্প্যানিশ কোচ। লোবেরা বলেন, “আমরা আমাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে দশজন খেলোয়াড় নিয়ে খেলেছি। এক্ষেত্রে একজন কোচ হিসেবে আমি নিশ্চিত যে গত কয়েক ম্যাচের মতো এবার ও সকলেই নিজেদের সেরাটা দিতে চাইবে।”