১৫ অক্টোবর আমেদাবাদে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ-ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। বিশ্বকাপের (ODI World Cup) এই ম্যাচে নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে দক্ষিণ আফ্রিকা প্রাক্তনী মিকি আর্থার স্পষ্ট বললেন, ভারত পাকিস্তানের ম্যাচই বিশ্বকাপের একমাত্র ম্যাচ নয়।
একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল “ক্রিকেট বাজ়”-এ আর্থার বললেন, “আমার মনে হয় না ভারত-পাক ম্যাচই বিশ্বকাপের সব। ভক্তদের দিক থেকে দেখলে, এমনকি দুদেশের বর্তমান পরিস্থিতি এবং সম্পর্কের দিক থেকে দেখলে, ম্যাচটি নিয়ে উত্তজনা থাকবেই। কিন্তু বিশ্বকাপের দিক থেকে দেখলে, বিশ্বকাপ জিততে হলে প্রত্যেকদি অংলের বিরুদ্ধে জেতাই ভীষণ গুরুত্বপূর্ণ।”
ভারতীয় দলের বিষয়ে তিনি বলেন, “ভারতের থেকে এই বিশ্বকাপে আশা বেশি থাকবে। তারা ভালো দল। তবে ঘরের মাঠে চাপ কেমন নিতে পারবে তাঁরা, সেটার তাঁদের খেলা নির্ভর করছে।”