The French Open : চ্যাম্পিয়নের মতোই শুরু করলেন নোভাক জকোভিচ

দুরন্ত জয়ের মাধ্যমে ফরাসি ওপেন (The French Open) শুরু করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সোমবার জাপানের ইয়োশিহিত নিশিওকাকে হারালেন স্ট্রেট সেটে। প্রতিপক্ষকে ৬-৩, ৬-১, ৬-০…

The French Open : চ্যাম্পিয়নের মতোই শুরু করলেন নোভাক জকোভিচ

দুরন্ত জয়ের মাধ্যমে ফরাসি ওপেন (The French Open) শুরু করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সোমবার জাপানের ইয়োশিহিত নিশিওকাকে হারালেন স্ট্রেট সেটে। প্রতিপক্ষকে ৬-৩, ৬-১, ৬-০ স্কোরে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন গতবারের চ্যাম্পিয়ন।

জোকারের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালো করেছিলেন ২৬ বছর বয়সী ইয়োশিহিত। প্রথম পয়েন্টের ক্ষেত্রে সার্বিয়ান তারকাকে টেক্কা দিয়েছিলেন তিনি। অবশ্য এরপর জাপানি খেলোয়াড়কে আর সুযোগ দেননি জকোভিচ। বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকার বিরুদ্ধে নিজের সেরাটা ধরে রাখতে পারেননি ইয়োশিহিত। তাঁর করা প্রতিটি সার্ভের জবাব ছিল নোভাকের কাছে।

‘সম্ভবত প্রতিযোগিতার অন্যতম দ্রুত গতির খেলোয়াড়’, জাপানের প্রতিপক্ষ সম্পর্কে বলেছেন নোভাক জকোভিচ। ‘আমার মনে হয়তো ও যতটুকু করতে পেরেছে তাতেই ওর খুশি থাকা দরকার। নিশিওকার খেলার ধরণ বুঝে নেওয়ার পর আমার আর অসুবিধা হয়নি। প্রথম সেটটা উপভোগ্য হয়েছিল।’

Advertisements

আরও পড়ুন: Rolland Garros : চোট জল্পনা উড়িয়ে লাল মাটির কোর্টে শুরু নাদালের বিজয় যাত্রা

নোভাক জকোভিচের মতো প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জর্দান থম্পসনকে তিনি পরাস্ত করেছেন ৬-২, ৬-২, ৬-২ সেটে। দ্বিতীয় রাউন্ডে নাদালের উল্টো দিকে থাকবেন ফ্রান্সের কিরেন্তিন মৌতেত। ফরাসি টেনিস তারকার বিরুদ্ধে তিনশোতম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জেতার সুযোগ থাকবে রাফার সামনে।