শুধু মোহনবাগান নয়, লেকটাউনে ও আসতে চলেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

Emiliano Martínez

এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজিত হতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে গোটা দল। সেখান থেকে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে সোজা ফাইনালে উঠে যায় দল। তারপর ফ্রান্স কে হারিয়ে সোজা বিশ্বকাপ জয়।

যেন এক স্বপ্নের অধ্যায়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। এবার তিনিই আসতে চলেছেন শহর কলকাতায়। গতকাল জানা গিয়েছিল যে আগামী ৪ঠা জুলাই মোহনবাগান সুপারজায়ান্টসে আসছেন এমি মার্টিনেজ।

   

তবে শুধু সবুজ-মেরুন নয়। কলকাতার আরেক জনপ্রিয় স্থান লেকটাউনে ও আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। যতদূর জানা গিয়েছে আগামী ৫ই জুলাই লেকটাউনে এসে কিংবদন্তি ফুটবলার তথা বিশ্বকাপ জয়ী তারকা মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন এমি। তবে সেখানেই শেষ নয়।

আরও জানা গিয়েছে, সেদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে অলবেঙ্গল ট্রাইবেকার প্রতিযোগিতা “পাচে পাচ” ফাইনাল অনুষ্ঠিত হবে। সব ঠিকঠাক থাকলে মারাদোনা কে শ্রদ্ধা জানানোর পর এমি আসতে পারেন এই মাঠেই। সেখানে বসে দেখতে পারেন টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ। এক্ষেত্রে তাকে আনার জন্য সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন ক্রীড়াপ্রেমী শতদ্রু দত্ত। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মিলিত প্রচেষ্টায় লেকটাউনে আয়োজিত হতে পরে গোটা অনুষ্ঠান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন