East Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের আশায় একেবারে জল ঢালল চেন্নাইয়িন এফসি

Advertisements সমস্ত জল্পনার অবসান। আশাহত হবেন ইস্টবেঙ্গলের (East Bengal) সমৰ্থকরা। এবারের মতো আর দল বদল করছে না জিতেশ্বর সিং (Jiteshwar Singh)। রবিবার দুপুরে চেন্নাইয়িন এফসির…

not east bengal Jiteshwar Singh stays at Chennaiyin FC

Advertisements

সমস্ত জল্পনার অবসান। আশাহত হবেন ইস্টবেঙ্গলের (East Bengal) সমৰ্থকরা। এবারের মতো আর দল বদল করছে না জিতেশ্বর সিং (Jiteshwar Singh)। রবিবার দুপুরে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) পক্ষ জানিয়ে দেওয়া হল জিতেশ্বর সিং অন্য কোনো দলে যাচ্ছেন না।

   

Kerala Blasters: লুনার সঙ্গে নোয়াহ! আগুন দল গড়তে পারে কেরালা ব্লাস্টার্স

জিতেশ্বর সিং-এর সই সংবাদ জানিয়েছে চেন্নাইয়িন এফসি। সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল প্রোফাইল থেকে জানানো হয়েছে এই খবর। সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘জিতেশ্বর কোথাও যাচ্ছে না। আমাদের ক্লাবের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত।’

জিতেশ্বর সিং-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল জোর চর্চা। নতুন ক্লাবে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু কোন ক্লাবে? সেই প্রশ্নও ছিল ভারতীয় ফুটবল অনুরাগীদের মনে। ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান ফুটবলারদের মধ্যে একজন এই জিতেশ্বর সিং। সোশ্যাল মিডিয়ায় এটাও দাবি করা হচ্ছিল, চেন্নাইয়িন এফসি তরুণ এই মিডিওকে বিদায় জানাতে তৈরি। এই জল্পনা যে একেবারেই অমূলক, সেটা রবিবার দুপুরেই প্রমাণিত হল।

বিশ্বকাপ খেলার জন্য নির্বাচিত হয়েছিল RFDL সোনার বুট জয়ী ফুটবলার

জিতেশ্বর সিং ২২ বছর বয়সী মিডফিল্ডার। খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে দলের প্রয়োজনে সেন্ট্রাল মিডিও হিসেবেও খেলতে পারেন তিনি। মণিপুর থেকে উঠে আসা এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন নিয়মিত। ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কলকাতার ক্লাবের হয়েও খেলেছেন। কলকাতায় খেলেছেন ভবানীপুর এফসির হয়ে। কেরিয়ারের শুরুর দিকে ছিলেন নেরোকা ফুটবল ক্লাবে। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী জিতেশ্বর সিং-এর মার্কেট ভ্যালু এখন দু কোটি টাকার কাছাকাছি।